Ajker Patrika

পানিস্বল্পতায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৪: ৩৪
পানিস্বল্পতায় কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্নে

রাঙামাটির কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওয়ায় দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসেছে। ফলে এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধু ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

আজ রোববার কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে গেছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে শুধু ২ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

এদিকে বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের মেরামতকাজ শেষ হয়েছে। যেকোনো সময় এটি চালু করা হবে। তবে কাপ্তাই লেকে পানির স্বল্পতায় ১ নম্বর ইউনিটসহ ৩, ৪ ও ৫ নম্বর ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।

কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সূত্র জানায়, রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯০ দশমিক ৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। লেকে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬ দশমিক ৪ (এমএসএল) এবং কাপ্তাই লেকে পানির ধারণক্ষমতা ১০৯ (এমএসএল)।

পানির ওপর নির্ভরশীল কাপ্তাইয়ের এই পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই লেকে পানির তীব্র সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নৌচলাচলও ব্যাহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত