Ajker Patrika

মিয়ানমারে পাচারকালে সেন্ট মার্টিনে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ আটক ১০

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৫, ২০: ৪৯
সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
সারসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারে পাচারকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারে জড়িত ১০ ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই অভিযান চালানো হয়।

আজ শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরে মৎস্য আহরণে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সাগরে মাছ ধরার নৌকা চলাচল বেআইনি। কিন্তু গতকাল কোস্ট গার্ডের জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেঁড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত সন্দেহজনক কাঠের নৌকা দেখতে পায়। কোস্ট গার্ডের সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে ধাওয়া করে নৌকাটি আটক এবং তল্লাশি চালিয়ে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা।

লে. কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ বলেন, জব্দ করা সার টেকনাফ কাস্টমস অফিসে এবং আটক পাচারকারী ও পাচারকাজে ব্যবহৃত নৌকাটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত