Ajker Patrika

সাতকানিয়ায় রাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ০৬
সাতকানিয়ায় রাতে ‘বিদ্রোহী’ প্রার্থীর বাড়িতে হামলা

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার নিজ ফেসবুক আইডিতে এ কথা জানান ওই প্রার্থী। এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। 

সেলিম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মির্জাপুর বাংলাবাজার এলাকার আমার বাড়িতে হামলা চালিয়েছে। এরই মধ্যে আমার ফেসবুক আইডি থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে।’  

হামলার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গিগগিরই মামলা করা হবে।’   

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। পরে রাতে আমার কর্মীরা তাঁর বাড়ির ওপর হামলা চালায়। এ ঘটনা শুনে আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গেছিলাম। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল করেন সেলিম চৌধুরী।’   

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানায় মামলা রুজু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত