বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার নিজ ফেসবুক আইডিতে এ কথা জানান ওই প্রার্থী। এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
সেলিম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মির্জাপুর বাংলাবাজার এলাকার আমার বাড়িতে হামলা চালিয়েছে। এরই মধ্যে আমার ফেসবুক আইডি থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে।’
হামলার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গিগগিরই মামলা করা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। পরে রাতে আমার কর্মীরা তাঁর বাড়ির ওপর হামলা চালায়। এ ঘটনা শুনে আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গেছিলাম। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল করেন সেলিম চৌধুরী।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানায় মামলা রুজু করা হবে।’
চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী সেলিম চৌধুরীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। আজ শনিবার নিজ ফেসবুক আইডিতে এ কথা জানান ওই প্রার্থী। এর আগে গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সেলিম চৌধুরী সাতকানিয়া উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
সেলিম চৌধুরী অভিযোগ করে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন তাঁর নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মির্জাপুর বাংলাবাজার এলাকার আমার বাড়িতে হামলা চালিয়েছে। এরই মধ্যে আমার ফেসবুক আইডি থেকে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ভাইরাল হয়েছে।’
হামলার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কি না, তা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। গিগগিরই মামলা করা হবে।’
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বলেন, ‘গতকাল বিকেলে বিদ্রোহী প্রার্থী সেলিম চৌধুরীর পথসভায় আমার নাম ধরে গালাগালি করা হয়। পরে রাতে আমার কর্মীরা তাঁর বাড়ির ওপর হামলা চালায়। এ ঘটনা শুনে আমি কর্মীদের শান্ত করার জন্য তাঁর বাড়িতে গেছিলাম। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ ফেসবুকে ভাইরাল করেন সেলিম চৌধুরী।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ‘সোনাকানিয়ায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা পুলিশ তদন্ত করেছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে থানায় মামলা রুজু করা হবে।’
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে