নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দেওয়া হয়।
দণ্ডিত আসামি হলেন, পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনা নামের একটি মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেরকান্দা এলাকায়। খালাস পাওয়া আসামিরা হলেন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু রিদুয়ান (২৫) ও হাফেজ আশরাফুল ইসলাম (২৬)।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালে অক্টোবরে পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনার ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই বছরের ২৪ অক্টোবর নগরের পাঁচলাইশ থানায় মোস্তাফিজুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন ভুক্তভোগী শিশুটির বাবা।
মামলায় বাদীর অভিযোগ ছিল, ভয়ভীতি দেখিয়ে বাবুর্চি তাঁর সন্তানকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে মাদ্রাসার দুই শিক্ষককে অবহিত করলেও তাঁরা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছিলেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, রায় শেষে আসামি মোস্তাফিজুরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে মাদ্রাসাশিক্ষার্থীকে (১১) ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রতিষ্ঠানটির বাবুর্চিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। তা ছাড়া আসামিকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলায় মাদ্রাসার দুই শিক্ষককে খালাস দেওয়া হয়।
দণ্ডিত আসামি হলেন, পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনা নামের একটি মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাবু (২৬)। তাঁর বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাঘেরকান্দা এলাকায়। খালাস পাওয়া আসামিরা হলেন, ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু রিদুয়ান (২৫) ও হাফেজ আশরাফুল ইসলাম (২৬)।
আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন।
এর আগে ২০১৯ সালে অক্টোবরে পাঁচলাইশ থানার মুরাদপুরে মাদ্রাসাতুল মদিনার ১১ বছর বয়সী এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। ওই বছরের ২৪ অক্টোবর নগরের পাঁচলাইশ থানায় মোস্তাফিজুরসহ তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার মামলা হয়েছিল। মামলার বাদী ছিলেন ভুক্তভোগী শিশুটির বাবা।
মামলায় বাদীর অভিযোগ ছিল, ভয়ভীতি দেখিয়ে বাবুর্চি তাঁর সন্তানকে একাধিকবার ধর্ষণ করেন। এ বিষয়ে মাদ্রাসার দুই শিক্ষককে অবহিত করলেও তাঁরা কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেছিলেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০২০ সালের ১১ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত সূত্র জানায়, রায় শেষে আসামি মোস্তাফিজুরকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৬ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৮ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে