Ajker Patrika

চট্টগ্রামে বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১: ৩৬
চট্টগ্রামে বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীতে বাসায় ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. সোহেল (৪৯) নামের একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনিরা এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সোহেল চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারী পৌরসভা এলাকার জামাল উদ্দিনের ছেলে। চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুর রশীদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। 

আব্দুর রশীদ বলেন, ‘ঘটনার সময় সোহেলের বিরুদ্ধে ৩০২ ও ৩৯৪ দুটি ধারায় মামলা হয়েছিল। ৩০২ ধারায় তাঁকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং একই রায়ে দণ্ডবিধির ৩৯৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ডাদেশ ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’ 

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ৪ এপ্রিল নগরের কোতোয়ালি এলাকায় রোকসানা আক্তার মনি নামে এক ব্যবসায়ীর স্ত্রী খুন হন। মূলত ওই বাসা থেকে টাকাপয়সা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ওই বাসায় প্রবেশ করেছিলেন পূর্বপরিচিত সোহেল। প্রথমে বাসায় প্রবেশ করে ব্যবসায়ীর স্ত্রী থেকে কিছু টাকা দাবি করে না পাওয়ায় ক্ষিপ্ত হন তিনি। পরে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এরপর বাসার ভেতর আগুন ধরিয়ে দেন। 

এই হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশ একই বছরের ২০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ৯ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। এই মামলার মোট ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত