Ajker Patrika

ঋণ দেওয়ার লোভ দেখিয়ে নিতেন ফরম পূরণের টাকা, তারপর চম্পট

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৯: ০৫
ঋণ দেওয়ার লোভ দেখিয়ে নিতেন ফরম পূরণের টাকা, তারপর চম্পট

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে জাবেদ নাসিম রুবেল (৫৪) ও জহির উদ্দিন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত জাবেদ নাসিম রুবেল নিজেকে পূবালী, রূপালী, ডাচ্‌-বাংলা, মার্কেন্টাইল, ব্র্যাক ব্যাংক ও থ্রি-ডি গ্রুপের চেয়ারম্যান পরিচয় দিতেন। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু ঋণ প্রদানের লিফলেট, স্টিকার, ফরম ও ভিজিটিং কার্ড জব্দ করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের করমুল্যা বাজার থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার বাঙ্গারা থানার পীর কাশিমপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে জাবেদ নাসিম রুবেল ও ঢাকার ডেমরা থানার পূর্বপাড়া রুস্তম আলী হাইস্কুল রোড এলাকার শামছুদ্দিনের ছেলে জহির উদ্দিন। 

জানা গেছে, দুই বছরের বেশি সময় ধরে রুবেল ও জহির দেশের বিভিন্ন স্থানের সাধারণ লোকজনকে প্রথমে টার্গেট করতেন। তাঁদের দুর্বলতার সুযোগ নিয়ে আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখাতেন। লাখ থেকে কোটি টাকার ব্যাংক ঋণ (লোন) নিয়ে দেবে বলে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিতেন। ঋণের ফরম পূরণের জন্য প্রথমে ফরম প্রতি ৩ হাজার ২০০ টাকা নেন। পরবর্তীকালে বিভিন্ন কাগজপত্রের কথা বলে আরও টাকা হাতিয়ে নেন। এলাকাভিত্তিক কয়েক শ লোকের কাছ থেকে ফরম পূরণ ও টাকা নিয়ে একসময় উধাও হয়ে যান তাঁরা। 

এর ধারাবাহিকতায় আজ তাঁরা ট্রেনে নোয়াখালীর করমুল্যা বাজারে যান। সেখানে কয়েকজনের কাছ থেকে ফরমও পূরণ করে নেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুধারাম মডেল থানা-পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধের কথা স্বীকার করেছেন। বাংলাদেশ ব্যাংকের ইইএফ লোন, বাড়ি, গাড়ি, ফ্ল্যাটসহ বিভিন্ন ধরনের ঋণের জন্য মানুষের কাছ থেকে ফরম নিয়েছে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে বলেও স্বীকার করেছেন তাঁরা। 

নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চক্রটি বিভিন্ন ব্যাংকের লোন নিয়ে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এ চক্রের দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ একই সঙ্গে এ ধরনের প্রতারক থেকে সাধারণ লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত