Ajker Patrika

বোয়ালখালীতে বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন, খাবার গেল এতিমখানায়

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন, খাবার গেল এতিমখানায়

বোয়ালখালীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছিল। কিছু অতিথি খাওয়া-দাওয়া শেষ করেছেন। এমন সময় দুপুর দেড়টার দিকে প্রশাসনের লোকজন সেখানে হাজির হন। বন্ধ করে দেন বাল্যবিবাহের এ আয়োজন। এ সময় কনের মাকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালীতে এ ঘটনা ঘটে। এ সময় আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন। আদালত পরিচালনায় সহযোগিতা করেন বোয়ালখালী থানা–পুলিশ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পোপাদিয়া ইউনিয়নের দশম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন সেখানে উপস্থিত হোন। অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় কনের মাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন জানান, মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়েছেন অভিভাবক। এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের জন্য রান্না করা খাবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত