Ajker Patrika

নরসিংদী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কাপ্তাই পুলিশের

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৩: ৫৮
নরসিংদী থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কাপ্তাই পুলিশের

নরসিংদীর মাধবদী উপজেলার গাংপাড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মহি উদ্দিন প্রকাশ মহিমুদ্দিনকে (২৬) গ্রেপ্তার করেছে রাঙামাটির কাপ্তাই থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মহিমুদ্দিনের বাড়ি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম চুনারভাটি এলাকায়। তিনি আদালতের একটি সিআর মামলার আসামি। এই মামলায় আদালত থেকে তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত হয়েছেন। তিনি পলাতক ছিলেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। তিনি বলেন, ‘রাঙামাটি জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামকে নির্দেশনা দেন মহিমুদ্দিনকে ধরতে। এর পরই গতকাল বৃহস্পতিবার নরসিংদীতে কাপ্তাই থানা-পুলিশ অভিযান চালায়।’ 

ওসি আবুল কালাম আরও বলেন, ‘কাপ্তাই থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম ও এএসআই মো. লিটন মিয়া ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নরসিংদীর মাধবদী উপজেলার গাংপাড়া এলাকা থেকে পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তার আসামিকে আজ শুক্রবার রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি আবুল কালাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত