সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে (৩০) রিমান্ডে চায় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আগামী রোববার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরফান হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। পরে রাতেই পুলিশ ইকবাল হাসান বিজয়কে গ্রেপ্তার করে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলায় আরও চারজনকে আসামি করা হয়। তাঁরা হলেন একই ইউনিয়নের সুমন মিয়া (৪৫), আনোয়ার হোসেন রনি (২২), মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. মাহাদী (২২)।
অভিযুক্ত ইকবাল হাসান বিজয় ফেনীর পুবালি সংসদ ও রাজধানী ঢাকার একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করতেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি খুলনার খালিশপুরে হলেও তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তিনি একজন টিকটকার এবং মঞ্চনাটকে অভিনয় করেন।
ছাত্রলীগ নেতা বিজয়ের বিরুদ্ধে একই ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে মারধরের মামলাও রয়েছে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন শিমুল বলেন, মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ এলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘চরচান্দিয়া ছাত্রলীগের সভাপতি বিজয়কে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটিও করা হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা বিজয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় বিজয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার খালিশপুর রায়ের মহল আব্দুল মালেক রোডের খান হারুন উর রশিদের মেয়ে সাদিয়া খান আদরী অভিযোগ করেন, কক্সবাজারে শুটিং করতে গিয়ে আট মাস আগে ফেনীর সোনাগাজীর ছরছান্দিয়া গ্রামের আব্দুল্লা আল মামুনের ছেলে ছাত্রলীগ নেতা ইকবাল হাসান বিজয়ের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দিয়ে বোনের বাসায় নিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়ান। তার পরিবারসহ সবাই জানে, বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় বিয়ের কথা বললে বিজয় কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সব মোবাইল নম্বর ব্লক করে দিলে তিনি বিষয়টি সবার নজরে আনেন।
এদিকে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠায় ইকবাল হাসান বিজয়কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিমন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভীর হোসেন রাহাদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকেরা।
ধর্ষণ ও ভ্রূণ হত্যা মামলায় গ্রেপ্তার ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে (৩০) রিমান্ডে চায় পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাঁর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আগামী রোববার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত। তাঁকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) এরফান হোসেন আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী তরুণী। পরে রাতেই পুলিশ ইকবাল হাসান বিজয়কে গ্রেপ্তার করে। ধর্ষণে সহযোগিতার অভিযোগে মামলায় আরও চারজনকে আসামি করা হয়। তাঁরা হলেন একই ইউনিয়নের সুমন মিয়া (৪৫), আনোয়ার হোসেন রনি (২২), মাহমুদুল করিম তুহিন (২১) ও মো. মাহাদী (২২)।
অভিযুক্ত ইকবাল হাসান বিজয় ফেনীর পুবালি সংসদ ও রাজধানী ঢাকার একটি নাট্য সংগঠনের হয়ে মঞ্চে অভিনয় করতেন। ভুক্তভোগী তরুণীর বাড়ি খুলনার খালিশপুরে হলেও তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তিনি একজন টিকটকার এবং মঞ্চনাটকে অভিনয় করেন।
ছাত্রলীগ নেতা বিজয়ের বিরুদ্ধে একই ইউনিয়নের ছাত্রলীগ নেতাকে মারধরের মামলাও রয়েছে। সেই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
বাদীপক্ষের আইনজীবী সালাউদ্দিন শিমুল বলেন, মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ফেনী মডেল থানাকে নির্দেশ দিয়েছেন আদালত।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল বলেন, বিজয়ের বিরুদ্ধে অভিযোগ এলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ‘চরচান্দিয়া ছাত্রলীগের সভাপতি বিজয়কে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। তদন্ত কমিটিও করা হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী আমরা বিজয়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং ভ্রূণ হত্যার অভিযোগে করা মামলায় বিজয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনার খালিশপুর রায়ের মহল আব্দুল মালেক রোডের খান হারুন উর রশিদের মেয়ে সাদিয়া খান আদরী অভিযোগ করেন, কক্সবাজারে শুটিং করতে গিয়ে আট মাস আগে ফেনীর সোনাগাজীর ছরছান্দিয়া গ্রামের আব্দুল্লা আল মামুনের ছেলে ছাত্রলীগ নেতা ইকবাল হাসান বিজয়ের সঙ্গে পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক। পরে বিয়ের প্রলোভন দিয়ে বোনের বাসায় নিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে জড়ান। তার পরিবারসহ সবাই জানে, বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। এ অবস্থায় বিয়ের কথা বললে বিজয় কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে সব মোবাইল নম্বর ব্লক করে দিলে তিনি বিষয়টি সবার নজরে আনেন।
এদিকে বিভিন্ন সময় নানা অভিযোগ ওঠায় ইকবাল হাসান বিজয়কে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে সোনাগাজী পৌর শহরের একটি রেস্টুরেন্টে এক সভায় এই দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রিমন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের নেতা তানভীর হোসেন রাহাদসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সম্পাদকেরা।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩৫ মিনিট আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪১ মিনিট আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
১ ঘণ্টা আগে