Ajker Patrika

জামায়াত নেতাদের রশিতেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে: শাহজাহান চৌধুরী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
চট্টগ্রামে দলীয় সমাবেশে শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে দলীয় সমাবেশে শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

কিয়ামত হলেও শেখ হাসিনা আর দেশে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের কর্ণফুলীর পুরোনো ব্রিজঘাট চত্বরে চরপাথরঘাটা জামায়াতের সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ‘নিজামী সাহেব, আলী আহসান মো. মুজাহিদ, মীর কাশেম আলী, কাদের মোল্লা, সালাউদ্দিন কাদেরসহ জামায়াতে ইসলামীর নেতাদের যে রশিতে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে সে রশিতেই ফাঁসি দেওয়া হবে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা ইতিহাস ভুলে যাই। ইতিহাস ভুলবেন না। আপনারা ঘরে ঘরে পৌঁছে দিয়েন আওয়ামী লীগের হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে জামায়াতের ১১ নেতাকে হত্যা করেছিল আওয়ামী লীগ। শিক্ষার্থীদের ওপর শেখ হাসিনার নির্দেশে গুলি চালানো হয়েছে। শেখ হাসিনা খুনি। তিনি হত্যা মামলার আসামি। আর এখন তিনি দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।’

সাবেক এই এমপি দলের নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে আগামী ছয় মাস কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। এ সময় তিনি চরপাথরঘাটা এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়াহাট সেতু নিয়ে সার্কিট হাউসের মিটিংয়ে তুলে ধরা, মাঝিদের ঘাট মাঝিদের হাতে ফিরিয়ে দেওয়া এবং ব্রিজঘাট এলাকার সমস্যা সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নিরসনের আশ্বাসও দেন।

চরপাথরঘাটা জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মুছা মেম্বারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মাওলানা ইসমাইল হক্কানি ও কর্ণফুলী জামায়াতের আমির মনির আবছার চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...