Ajker Patrika

রামুতে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের কারাদণ্ড

প্রতিনিধি, রামু (কক্সবাজার) 
রামুতে পাঁচ রোহিঙ্গাকে এক মাসের কারাদণ্ড

কক্সবাজারের রামুতে পাঁচ রোহিঙ্গাকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জুলাই) দুপুরের দিকে লকডাউন টহলে থাকা চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম ও রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমার নেতৃত্বে রামু হাসপাতাল এলাকা থেকে এদের আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সরওয়ার উদ্দিন আটককৃতদের দণ্ডবিধির ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। রামু থানা-পুলিশের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা আসামিরা হলো আব্দুল আমিনের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২০), আহাম্মদ হোছনের ছেলে মোহাম্মদ জোবাইর (২০), সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আয়াছ (১৯), মো. সালাম মিয়ার ছেলে নুর মোহাম্মদ (১৯) এবং মোহাম্মদ আমিনের ছেলে নুর হাফেজ (১৯)। এরা সবাই কক্সবাজারের উখিয়া জামতলী, ক্যাম্প-১৫ এর বাসিন্দা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত