Ajker Patrika

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালতে হামলা: ছেড়ে দেওয়া আসামিকে আবার গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজু। ছবি: সংগৃহীত
বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজু। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতে হামলা মামলার প্রধান আসামি মো. সাজুকে আটকের পাঁচ ঘণ্টা পর ছেড়ে দিয়েছিল চট্টগ্রাম নগরের খুলশী থানা-পুলিশ। পরে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খুলশী থানার পোড়া কলোনির একটি পাহাড় থেকে সাজুকে আটক করা হয়েছিল। পরে ওয়ার্ড বিএনপি নেতা সৈয়দ ওমর ফারুক কয়েকজনকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে বৈঠক করেন। রাত সাড়ে ১১টার দিকে সাজুকে ছেড়ে দেয় পুলিশ।

এ নিয়ে সমালোচনা শুরু হলে আসামি মো. সাজুকে বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আবার গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন।

খুলশী থানার ওসি মো. আফতাব হোসেন বলেন, ‘একজনকে থানায় আনা হয়েছিল একটি অভিযোগের ভিত্তিতে। পরে ভুক্তভোগী পক্ষ কোনো অভিযোগ না দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এটা নিয়ে আলোচনা শুরু হলে আবার তাকে গ্রেপ্তার করে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি।’

এ বিষয়ে মামলার বাদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলশীর উপবিভাগীয় প্রকৌশলী কুন্তল সরকার বলেন, ‘আমাদের মামলার ১ নম্বর আসামি মো. সাজু।’

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, গত ২৮ মে দুপুরে লালখান বাজার পোড়া কলোনি এলাকায় অভিযান চালানোর সময় বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা চালায় একদল লোক। পরে এ ঘটনায় মামলায় মো. সাজুসহ সাতজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে ঘটনার দিন গ্রেপ্তার করা হয়েছিল চার আসামিকে। তবে প্রধান আসামি সাজুসহ তিনজন পলাতক ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের সতর্কবার্তা উপেক্ষা করে আন্তর্জাতিক জলসীমায় গাজা অভিমুখী ৫০ নৌযান

সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারাল ভারত

বাংলাদেশ ব্যাংকের চিঠি: ইসলামী ব্যাংকের বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা কাল

জুলাই যোদ্ধা মামুনুর রশীদকে অপহরণের ঘটনায় গুপ্ত মহলের কাঁচা নাটক ব্যর্থ হয়েছে: তারিকুল

যশোরের ভবদহ: উৎসবহীন পূজার আয়োজন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত