সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)। এর আগে মারধরের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রশিদসহ ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে তরুণী দাবি করেন।
কিন্তু গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর (রশিদ) বাড়িতে গেলে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন এবং তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতনের শিকার তরুণী অভিযোগ করেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগটি আংশিক স্বীকার করলেও পাল্টা দাবি করেন। রশিদ বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ঠিকই, তবে তরুণী বয়স, আগের বিয়ে ও দুটি সন্তানের মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তরুণী তাঁর বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিলেন, এ কারণেই তাঁকে কেবল বেঁধে রাখা হয়েছিল।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, ‘মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর দাবি নিয়ে আসা তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—তরুণীর প্রেমিক আব্দুর রশিদ (২৪), রশিদের বাবা আব্বাস উদ্দিন (৫৫) ও মা চন্দ্রা বেগম (৪৭)। এর আগে মারধরের শিকার ওই তরুণীর বাবা বাদী হয়ে প্রেমিক রশিদসহ ছয়জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই তরুণীর সঙ্গে বাজাইল গ্রামের আব্দুর রশিদের প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন এবং তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও হয় বলে তরুণী দাবি করেন।
কিন্তু গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে স্বামীর (রশিদ) বাড়িতে গেলে রশিদ ও তাঁর পরিবারের সদস্যরা সম্পর্ক অস্বীকার করেন এবং তাঁকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তরুণীকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নির্যাতনের শিকার তরুণী অভিযোগ করেন, ‘আমার কাছে কোর্ট ম্যারেজের কাগজপত্র, ভিডিও, ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশিদ তাঁর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগটি আংশিক স্বীকার করলেও পাল্টা দাবি করেন। রশিদ বলেন, ওই তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ঠিকই, তবে তরুণী বয়স, আগের বিয়ে ও দুটি সন্তানের মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রেখে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তরুণী তাঁর বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিলেন, এ কারণেই তাঁকে কেবল বেঁধে রাখা হয়েছিল।
এদিকে, এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে এবং পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।
মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কাশেম বলেন, ‘মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে মাটিকাটা নদীর ওপর নির্মিত চৌধুরী ঘাট বেইলি ব্রিজটি নিয়ে জনগণের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না।গতকাল শুক্রবার দিবাগত রাতে ব্রিজের পাটাতন ভেঙে স্লিপার নদীতে পড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে এই সড়কে চলাচলকারী হাজার হাজার কারখানার শ্রমিকসহ সাধারণ যাত্রীরা।
১১ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিক কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর (অফিসার) খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন।
১৮ মিনিট আগেএ পর্যন্ত হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১ কোটি ৬০ লাখ ১৯ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াছিন নেওয়াজ।
১ ঘণ্টা আগেঅনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের পরেই বদলি হলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমিনুল ইসলাম। গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
১ ঘণ্টা আগে