নোয়াখালী প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমাদের দেশের মাটির প্রতি কোনো দেশ যদি হাত বাড়ায়, সে হাত আমরা ভেঙে দেব।’ আজ বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের মাঠে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘ভারত তার এজেন্ট শেখ হাসিনাকে মসনদে বসিয়ে দেশকে ধ্বংস করেছে। শুধু দেশকে ধ্বংস করে ক্ষান্ত হয় নাই, দিল্লিতে বসে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তবে তার এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’
মাসউদ বলেন, ‘অপরাধীর চোখের দিকে তাকিয়ে তাকে অপরাধী বলতে হবে। দিল্লিতে বসে যে ষড়যন্ত্র হচ্ছে, সে ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে বসে খায়, একসঙ্গে স্লোগান ধরে।’
জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করতে গিয়ে এই ছাত্রনেতা হাতিয়াবাসীর উদ্দেশে বলেন, ‘এখানে বৈষম্যবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। এখানে বৈষম্যবিরোধী লড়াই হয় নাই বলেই দ্বীপবাসী এখনো এর তাৎপর্য বুঝতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ে তুলতে ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে।’
এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দোসর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নিজের রাজনীতির স্বার্থে যখন যাকে ইচ্ছে তাকে হত্যা ও নির্যাতন করেছে। এ পর্যন্ত ৩৫ জনকে হত্যা করেছে। তার মতের বিরুদ্ধে থাকা এ এলাকার মানুষ জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। নতুন করে হাতিয়ায় আর কোনো চাঁদাবাজি চলবে না। যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে, সেখানে সবাইকে সম্মিলিতভাবে তাদের আইনের আওতায় আনতে হবে।’
শিক্ষাবিদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমাদের দেশের মাটির প্রতি কোনো দেশ যদি হাত বাড়ায়, সে হাত আমরা ভেঙে দেব।’ আজ বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের মাঠে ঐক্য ও সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘ভারত তার এজেন্ট শেখ হাসিনাকে মসনদে বসিয়ে দেশকে ধ্বংস করেছে। শুধু দেশকে ধ্বংস করে ক্ষান্ত হয় নাই, দিল্লিতে বসে এখনো বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তবে তার এ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে।’
মাসউদ বলেন, ‘অপরাধীর চোখের দিকে তাকিয়ে তাকে অপরাধী বলতে হবে। দিল্লিতে বসে যে ষড়যন্ত্র হচ্ছে, সে ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান একসঙ্গে বসে খায়, একসঙ্গে স্লোগান ধরে।’
জুলাই অভ্যুত্থানের কথা স্মরণ করতে গিয়ে এই ছাত্রনেতা হাতিয়াবাসীর উদ্দেশে বলেন, ‘এখানে বৈষম্যবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। এখানে বৈষম্যবিরোধী লড়াই হয় নাই বলেই দ্বীপবাসী এখনো এর তাৎপর্য বুঝতে পারেনি। নতুন বাংলাদেশ গড়ে তুলতে ড. ইউনুসের হাতকে শক্তিশালী করতে হবে।’
এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিস্টের দোসর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী নিজের রাজনীতির স্বার্থে যখন যাকে ইচ্ছে তাকে হত্যা ও নির্যাতন করেছে। এ পর্যন্ত ৩৫ জনকে হত্যা করেছে। তার মতের বিরুদ্ধে থাকা এ এলাকার মানুষ জুলাই অভ্যুত্থানের পর মুক্তি পেয়েছে। মোহাম্মদ আলীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে। নতুন করে হাতিয়ায় আর কোনো চাঁদাবাজি চলবে না। যেখানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে, সেখানে সবাইকে সম্মিলিতভাবে তাদের আইনের আওতায় আনতে হবে।’
শিক্ষাবিদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে