নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন। বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়কে অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল থমকে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে।
অবরোধ চলাকালে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গতকাল মঙ্গলবার পটিয়ায় আমাদের ওপর জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিআইজির সঙ্গে কথা বলতে চাই। এখনো পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি।”
তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১২টার দিকে পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ।
চট্টগ্রামের পটিয়া থানা-পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে সংঘাতের ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংগঠন দুটির নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছেন। বুধবার (২ জুলাই) বেলা তিনটার দিকে নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।
পরে বেলা সাড়ে তিনটার দিকে ডিআইজি কার্যালয়ের সামনের জাকির হোসেন সড়কে অবরোধ শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা। এতে নগরের গুরুত্বপূর্ণ এ সড়কের উভয় পাশে যান চলাচল থমকে যায়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অবরোধ চলছিল। ঘটনাস্থলে পুলিশ অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছে।
অবরোধ চলাকালে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতা-কর্মীরা জাকির হোসেন সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মহাসচিব সাজ্জাদ হোসাইন বলেন, “গতকাল মঙ্গলবার পটিয়ায় আমাদের ওপর জুলুম চালানো হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সরাসরি ডিআইজির সঙ্গে কথা বলতে চাই। এখনো পর্যন্ত পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়নি।”
তথ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ৯টা ও রাত ১২টার দিকে পটিয়া থানার পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। এতে প্রায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করছে উভয় পক্ষ।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
২ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে