Ajker Patrika

নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫: ২৫
নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝিবাড়ির পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফাতেমা ও আবিদ রামেশ্বরপুর গ্রামের আবদুল হাইয়ের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে ফাতেমা ছিল মেজ ও আবিদ ছোট। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজনের অজান্তে দাঁতের ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয়ে যায় ফাতেমা ও আবিদ। ব্রাশের পর হাত-মুখ ধুতে বাড়ির পুকুরঘাটে যায় তারা। এর কোনো এক সময় পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। 

কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত