Ajker Patrika

নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৫: ২৫
নোয়াখালীতে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝিবাড়ির পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত ফাতেমা ও আবিদ রামেশ্বরপুর গ্রামের আবদুল হাইয়ের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে ফাতেমা ছিল মেজ ও আবিদ ছোট। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজনের অজান্তে দাঁতের ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয়ে যায় ফাতেমা ও আবিদ। ব্রাশের পর হাত-মুখ ধুতে বাড়ির পুকুরঘাটে যায় তারা। এর কোনো এক সময় পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। 

কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত