Ajker Patrika

ইউক্রেন ফেরত ২৮ নাবিকের ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন

চট্টগ্রাম প্রতিনিধি
ইউক্রেন ফেরত ২৮ নাবিকের ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ২৮ জন নাবিক ঢাকায় পৌঁছান।

বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক আজ সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’

এমভি বাংলার সমৃদ্ধি জাহাজে থাকা চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আল্লাহর রহমতে ভালোভাবে দেশে আসতে পেরেছি। দেশবাসী আমাদের জন্য দোয়া করেছেন। রোমানিয়ার এম্বেসডর আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।’

রোববার (৬ মার্চ) সকালে রোমানিয়ার হোটেলে পৌঁছেছেন ২৮ নাবিক। তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটি হোটেলে অবস্থান করেছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে গতকাল বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত