কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন।
এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রচার ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট দল ও কাপ্তাই তথ্য অফিসের সদস্যরা।
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও ঢাকাইয়া কলোনি ও লগগেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন। তাঁর সঙ্গে ছিলেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সদস্য ইমান আলী।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। তাই আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আগে থেকে অনুরোধ করার পরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকছেন। অতীতে এ এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।’
ইউপি সদস্য ইমান আলী জানান, লকগেট ও ঢাকাইয়া কলোনিতে ৫০০ পরিবারের বসবাস। বেশির ভাগই পাহাড় ধসের ঝুঁকিতে।
এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের নির্দেশনায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন।
এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রচার ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট দল ও কাপ্তাই তথ্য অফিসের সদস্যরা।
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও ঢাকাইয়া কলোনি ও লগগেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন। তাঁর সঙ্গে ছিলেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সদস্য ইমান আলী।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। তাই আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আগে থেকে অনুরোধ করার পরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকছেন। অতীতে এ এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।’
ইউপি সদস্য ইমান আলী জানান, লকগেট ও ঢাকাইয়া কলোনিতে ৫০০ পরিবারের বসবাস। বেশির ভাগই পাহাড় ধসের ঝুঁকিতে।
এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের নির্দেশনায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ‘এম ইলিয়াস আলীর গুমের সঙ্গে যারা জড়িত, যদি আপনারা বিচার করতে সমর্থ না হন, ছাত্রদল নিজ হাতে এর প্রতিশোধ নেবে। আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। এম ইলিয়াস আলীকে যে বা যারা গুম করেছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেব।’
৩ মিনিট আগেগোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
১১ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৪২ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগে