কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন।
এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রচার ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট দল ও কাপ্তাই তথ্য অফিসের সদস্যরা।
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও ঢাকাইয়া কলোনি ও লগগেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন। তাঁর সঙ্গে ছিলেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সদস্য ইমান আলী।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। তাই আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আগে থেকে অনুরোধ করার পরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকছেন। অতীতে এ এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।’
ইউপি সদস্য ইমান আলী জানান, লকগেট ও ঢাকাইয়া কলোনিতে ৫০০ পরিবারের বসবাস। বেশির ভাগই পাহাড় ধসের ঝুঁকিতে।
এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের নির্দেশনায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
টানা বর্ষণে রাঙামাটির কাপ্তাই উপজেলার লগগেট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা করছেন।
এই পরিস্থিতিতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে নিতে প্রচার ও সতর্কতামূলক কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। সোমবার (১ জুন) ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চবিদ্যালয় আশ্রয়কেন্দ্রে উঠেছেন বলে জানিয়েছেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ। আশ্রয় নেওয়া পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে খাবার সরবরাহ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রতিনিধি, যুব রেড ক্রিসেন্ট দল ও কাপ্তাই তথ্য অফিসের সদস্যরা।
রোববার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইউএনও ঢাকাইয়া কলোনি ও লগগেট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন। তাঁর সঙ্গে ছিলেন যুব রেড ক্রিসেন্টের দলনেতা আসিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ ও সদস্য ইমান আলী।
ইউএনও রুহুল আমিন বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। যেকোনো সময় পাহাড় ধস হতে পারে। তাই আমরা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছি।’
চেয়ারম্যান আবদুল লতিফ বলেন, ‘আগে থেকে অনুরোধ করার পরও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ঘরে থাকছেন। অতীতে এ এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটেছে।’
ইউপি সদস্য ইমান আলী জানান, লকগেট ও ঢাকাইয়া কলোনিতে ৫০০ পরিবারের বসবাস। বেশির ভাগই পাহাড় ধসের ঝুঁকিতে।
এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদারের নির্দেশনায় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এলাকা পরিদর্শন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগে