জমির উদ্দিন, চট্টগ্রাম
‘গরমে পরাণ যাইলে কি হইবো, ঝড় আইলে কিন্তু ডর লাগে।’ ঝড় নিয়ে নিজের ভয়ের কথা এভাবেই জানালেন নাজমা বেগম। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় থাকেন তিনি। আশপাশের বসতি থেকে বেশ উঁচু করে নির্মিত এই সড়কেই এখন কোমর পানি। ফলে সড়কের দুপাশে থাকা বাড়িগুলোর নিচতলার কথা না বললেও চলে।
বাকলিয়া থানার সৈয়দশাহ রোড বেশ উঁচু। দু পাশের প্রতিটি বাড়ির নিচতলা থেকে উঁচু এই সড়ক। ফলে মূল সড়কে কোমর সমান পানি থাকার মানে বাসাগুলোর নিচতলা পানিতে টইটুম্বুর। তাই এসব বাসার বাসিন্দারা বৃষ্টির দিনে শঙ্কায় ভোগেন। এই নিত্য শঙ্কায় ভোগা মানুষদের একজন নাজমা বেগম।
নাজমা বেগম জানান, চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই বাসায় পানি ঢুকে যায়। এতে আসবাবপত্র নষ্ট হয়। আর নির্ঘুম রাত কাটে তাঁদের।
আজ শনিবার সরেজমিন যখন নাজমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁদের শোয়ার খাট পানিতে ভাসছে। পানি থেকে বাঁচাতে বিছানাপত্র কিছু আলমারির ওপর, কিছু সানশেডে তুলে রাখা। জানা গেল সকাল থেকে রান্না হয়নি। দুপুরে সবাই মিলে হোটেলে গিয়ে খেয়েছেন।
শুধু নাজমা বেগম নন, চকবাজার হয়ে কেবি আমান আলী রোড থেকে রাহাত্তারপুল পর্যন্ত প্রায় প্রত্যেকের নিচতলা ডুবে গেছে। বড়মিয়া মসজিদের নিচতলায়ও পানি উঠেছে। মুসল্লিরা এখন নামাজ পড়ছেন ওপরতলায়।
চট্টগ্রামে শনিবার মাত্র ৩ ঘণ্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। খুব কি বৃষ্টি হয়েছে? না, মাত্র ৪৮ মিলিমিটার। কেবি আমান আলী রোড ছাড়াও চট্টগ্রাম দুই নম্বর গেট, বাদুরতলা, জঙ্গি শাহ মাজার গেট, হারেজ শাহ মাজার গেট, বড় গ্যারেজ, ডিসি সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ওই সব জায়গা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকার বাসা ও দোকানেও ঢুকে পড়েছে পানি। নালা আটকে থাকায় বিভিন্ন উঁচু এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে। ফলে বর্ষার আগেই অনিয়মিত এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলী বলেন, সিটি করপোরেশনের সঙ্গে সিডিএর একটি চুক্তি হয়েছিল। কথা ছিল, বর্ষার আগে চাক্তাই খাল, মির্জা খাল, টেকপাড়া খালসহ আরও কয়েকটি খালের বাঁধ তারা খুলে দেবে। কিন্তু সেগুলো এখনো খুলে না দেওয়ায় সামন্য বৃষ্টিতে পানি জমে নিচু এলাকা প্লাবিত হয়েছে। যদিও এখন বর্ষাকাল নয়। আশা করি তারা বর্ষার আগেই বাঁধগুলো খুলে দেবে।’
‘গরমে পরাণ যাইলে কি হইবো, ঝড় আইলে কিন্তু ডর লাগে।’ ঝড় নিয়ে নিজের ভয়ের কথা এভাবেই জানালেন নাজমা বেগম। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকায় থাকেন তিনি। আশপাশের বসতি থেকে বেশ উঁচু করে নির্মিত এই সড়কেই এখন কোমর পানি। ফলে সড়কের দুপাশে থাকা বাড়িগুলোর নিচতলার কথা না বললেও চলে।
বাকলিয়া থানার সৈয়দশাহ রোড বেশ উঁচু। দু পাশের প্রতিটি বাড়ির নিচতলা থেকে উঁচু এই সড়ক। ফলে মূল সড়কে কোমর সমান পানি থাকার মানে বাসাগুলোর নিচতলা পানিতে টইটুম্বুর। তাই এসব বাসার বাসিন্দারা বৃষ্টির দিনে শঙ্কায় ভোগেন। এই নিত্য শঙ্কায় ভোগা মানুষদের একজন নাজমা বেগম।
নাজমা বেগম জানান, চট্টগ্রামে অল্প বৃষ্টিতেই বাসায় পানি ঢুকে যায়। এতে আসবাবপত্র নষ্ট হয়। আর নির্ঘুম রাত কাটে তাঁদের।
আজ শনিবার সরেজমিন যখন নাজমার সঙ্গে কথা হচ্ছিল, তখন তাঁদের শোয়ার খাট পানিতে ভাসছে। পানি থেকে বাঁচাতে বিছানাপত্র কিছু আলমারির ওপর, কিছু সানশেডে তুলে রাখা। জানা গেল সকাল থেকে রান্না হয়নি। দুপুরে সবাই মিলে হোটেলে গিয়ে খেয়েছেন।
শুধু নাজমা বেগম নন, চকবাজার হয়ে কেবি আমান আলী রোড থেকে রাহাত্তারপুল পর্যন্ত প্রায় প্রত্যেকের নিচতলা ডুবে গেছে। বড়মিয়া মসজিদের নিচতলায়ও পানি উঠেছে। মুসল্লিরা এখন নামাজ পড়ছেন ওপরতলায়।
চট্টগ্রামে শনিবার মাত্র ৩ ঘণ্টা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। খুব কি বৃষ্টি হয়েছে? না, মাত্র ৪৮ মিলিমিটার। কেবি আমান আলী রোড ছাড়াও চট্টগ্রাম দুই নম্বর গেট, বাদুরতলা, জঙ্গি শাহ মাজার গেট, হারেজ শাহ মাজার গেট, বড় গ্যারেজ, ডিসি সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ওই সব জায়গা হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। সড়কের পাশাপাশি বিভিন্ন এলাকার বাসা ও দোকানেও ঢুকে পড়েছে পানি। নালা আটকে থাকায় বিভিন্ন উঁচু এলাকার সড়কেও পানি জমতে দেখা গেছে। ফলে বর্ষার আগেই অনিয়মিত এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
সিটি করপোরেশনের কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলী বলেন, সিটি করপোরেশনের সঙ্গে সিডিএর একটি চুক্তি হয়েছিল। কথা ছিল, বর্ষার আগে চাক্তাই খাল, মির্জা খাল, টেকপাড়া খালসহ আরও কয়েকটি খালের বাঁধ তারা খুলে দেবে। কিন্তু সেগুলো এখনো খুলে না দেওয়ায় সামন্য বৃষ্টিতে পানি জমে নিচু এলাকা প্লাবিত হয়েছে। যদিও এখন বর্ষাকাল নয়। আশা করি তারা বর্ষার আগেই বাঁধগুলো খুলে দেবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে