Ajker Patrika

রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে পৃথক পাহাড় ধসে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার বালুখালী ক্যাম্প-১০ এ পাহাড় ধসে দুই পরিবারের দুই নারী ও তিন শিশু সহ পাঁচজনের মৃত্যু হয়।

নিহতরা হলো, রোহিঙ্গা ক্যাম্প ১০ জি/ ৩৭ ব্লকের বাসিন্দা শাহ আলমের স্ত্রী নুর বাহার (৩০) এবং তাঁর ছেলে শফিউল আলম (১২), একই ক্যাম্পের জি/ ৩৮ ব্লকের মোহাম্মদ ইউসুফের স্ত্রী দিল বাহার (২৪) ; তাঁর পুত্র আব্দুর রহমান (০৩) এবং কন্যা আয়েশা সিদ্দিক (০২)। এ ছাড়া বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ক্যাম্প ৮ ইস্ট, ৮ ওয়েস্ট, ক্যাম্প-৫, এ ছাড়া ক্যাম্প ১৩,১৯ ও ২১।

অতিরিক্ত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসৌদ্দজা নয়ন জানান, 'ক্যাম্পে সকালে পাহাড় ধসের ঘটনায় নিহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া পাহাড়ে ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।'

রোহিঙ্গা শিবিরের সঙ্গে প্লাবিত হয়েছে পার্শ্ববর্তী এলাকাও। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, 'ভারী বর্ষণে ৫০ একর আবাদি জমি তলিয়ে গেছে, স্থানীয়দের বসতবাড়িতেও প্রবেশ করেছে বন্যার পানি।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত