Ajker Patrika

জুলাই বিপ্লবের ছবি ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অতিথিরা। ছবি: আজকের পত্রিকা
‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনের আলোকচিত্র প্রদর্শনীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

‘শহীদ আবু সাঈদের যে বুলেটবিদ্ধ ছবি, হয়তো একদিন মানুষ তাঁকে ভুলে যাবে। কিন্তু এ ছবিগুলো ইতিহাসকে মনে করিয়ে দেবে’—চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার বেলা ১১টায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে শুরু হয় ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’ শীর্ষক তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘আমরা সাধারণত “৩৬ দিনের বিপ্লব” বলি, কিন্তু এ সময়ে যেসব গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, তা শুধু ৩৬ দিনের নয়—এটা ১৬ বছরের নির্যাতনের ইতিহাস। শহীদদের ভুলে যাওয়া হবে তাঁদের প্রতি অবিচার।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন। তিনি বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আছে। গত সাড়ে ১৫ বছরে গুম, খুন ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে অনেকে প্রাণ দিয়েছেন। জুলাই বিপ্লব ছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একটি গর্জন।’

এ কে এম মহসীন আরও বলেন, ‘জাতীয় প্রেসক্লাব থেকে এখন পর্যন্ত ৮০ জনকে “ফ্যাসিস্টমুক্ত” করা হয়েছে, প্রক্রিয়াটি এখনো চলছে। জানি না চট্টগ্রাম প্রেসক্লাব থেকে কয়জনকে মুক্ত করা হয়েছে। যদি না পারি, তাহলে শহীদদের রক্ত বৃথা যাবে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ক্যামেরায় জুলাই বিপ্লব’-এর আহ্বায়ক মোহাম্মদ হোসেন।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত আলোকচিত্রী নুরুদ্দিন আহমেদ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বুলবুল আহমদ, দ্য পিপলস ভিউ সম্পাদক ওসমান গণি মনসুর, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান মুস্তফা নঈম, এনটিভির ব্যুরোপ্রধান শামসুল হক হায়দরী, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালে নোমান, প্রেসক্লাব সদস্য মিয়া মোহাম্মদ আরিফ এবং চট্টগ্রাম ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান।

প্রদর্শনীতে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ১৬০টি ছবি স্থান পেয়েছে। এসব ছবিতে উঠে এসেছে জুলাই-আগস্টের রাজনৈতিক উত্তাল সময়, গুম, খুন ও নির্যাতনের নানা চিত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত