Ajker Patrika

লক্ষ্মীপুরে ব‍্যবসায়ীকে হত‍্যার মামলায় ২ জনের মৃত‍্যুদণ্ড

লক্ষ্মীপুর ও রায়পুর প্রতিনিধি
আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৫: ১০
লক্ষ্মীপুরে ব‍্যবসায়ীকে হত‍্যার মামলায় ২ জনের মৃত‍্যুদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজিরদিঘীরপাড় এলাকায় ব‍্যবসায়ী আলমগীর হোসেনকে জবাই করে হত্যার মামলায় দুই আসামিকে মৃত‍্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার বটতলী এলাকার সিদ্দিক রহমানের ছেলে মেহেদী হাসান রুবেল ওরফে হাসেম ও পশ্চিম বটতলীর এলাকার আবদুল্লাহর ছেলে ফয়েজ আহাম্মদ। রায় ঘোষণার সময় মেহেদী হাসান রুবেল আদালতে উপস্থিত ছিলেন। তবে, ফয়েজ আহাম্মদ পলাতক রয়েছেন। এ সময় অপর আসামি সিএনজিচালক সাগরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জজকোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৯ সালের ২০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ব‍্যবসায়ী আলমগীর হোসেনকে সিএনজি অটোরিকশায় জবাই করে হত‍্যা করেন আসামিরা। এটি ছিল জেলার আলোচিত হত‍্যাকাণ্ড। এ মামলায় দুই আসামির মৃত‍্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় সিএনজিচালক সাগরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আইনজীবী আরও বলেন, প্রায় তিন বছর পর এ মামলার রায় দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তুষ্ট প্রকাশ করেছেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার সাইচা এলাকার ব‍্যবসায়ী আলমগীর হোসেন ২০১৯ সালের ২০ আগস্ট সন্ধ্যায় ব‍্যবসায়ী কাজে লেনদেন করতে মান্দারী বাজারে আসেন। কাজ শেষে তিনি বন্ধু মেহেদী হাসান ও ফয়েজ আহাম্মদকে নিয়ে সিএনজি অটোরিকশায় করে লক্ষ্মীপুর শহরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ওই দুই বন্ধু মিলে অটোরিকশাটি কৌশলে কাজীর দীঘিপাড়ের দিকে নিয়ে যান। পরে অটোরিকশার ভেতরেই আলমগীর হোসেনকে জবাই করে মরদেহ সড়কের পাশে ফেলে দেন তাঁরা। মূলত ব্যবসায়ী দ্বন্দ্বে আলমগীর হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই দিন রাতে মৃতের ভাই হ‌ুমায়ূন কবির বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

২০২০ সালের ১৭ এপ্রিল মেহেদী হাসান রুবেল, ফয়েজ আহাম্মদ ও সিএনজিচালক সাগরকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এরপর দীর্ঘ শুনানি শেষে প্রায় তিন বছর পর এ মামলার রায় দেন আদালত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত