নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনই বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এস এম কামরুল ইসলাম (৫২) ও ৫ বছর বয়সী শিশু মো. রাফি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত আজ আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুল ইসলাম তাঁদের বাড়ির অদূরে একটি চা দোকানে বসে ছিলেন। শিশুটিও সেখানে বসা ছিল। আমরা জানতে পেরেছি, ১০-১২ জন লোক অতর্কিত এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর সঙ্গে শিশুটিও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।’
ওসি আরও বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন দুজনকেই হাসপাতালে আনা হয়। পরে কামরুলকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাফি পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।’
এদিকে আহত কামরুল ইসলাম ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ নামে একটি পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে।
চমেক হাসপাতালে থাকা কামরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার থাকায়, তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কামরুল চট্টগ্রাম শহরে থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামে এসেছিলেন।’
চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ দুজনই বর্তমানে চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দুপুরে উপজেলার এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন এস এম কামরুল ইসলাম (৫২) ও ৫ বছর বয়সী শিশু মো. রাফি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত আজ আজকের পত্রিকাকে বলেন, ‘কামরুল ইসলাম তাঁদের বাড়ির অদূরে একটি চা দোকানে বসে ছিলেন। শিশুটিও সেখানে বসা ছিল। আমরা জানতে পেরেছি, ১০-১২ জন লোক অতর্কিত এসে কামরুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাঁর সঙ্গে শিশুটিও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় এখনো থানায় মামলা দায়ের হয়নি।’
ওসি আরও বলেন, ‘কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে।’
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার দিন দুজনকেই হাসপাতালে আনা হয়। পরে কামরুলকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে এবং রাফিকে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রাফি পেটে গুলিবিদ্ধ হয়েছে। তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।’
এদিকে আহত কামরুল ইসলাম ‘দি ডেইলি ইভিনিং নিউজ’ নামে একটি পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছে।
চমেক হাসপাতালে থাকা কামরুলের ছোট ভাই শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এলাকায় পাহাড় কাটা, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে সোচ্চার থাকায়, তাঁর ভাইয়ের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। কামরুল চট্টগ্রাম শহরে থাকেন। ঈদ উপলক্ষে তিনি গ্রামে এসেছিলেন।’
নীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ মিনিট আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
৩৬ মিনিট আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে