কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশকে হাওয়া ভবন বানিয়ে তিনবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি-জামাতের ভাঁওতাবাজি রাজনীতি বন্ধ করতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও গণতন্ত্রকে আমরা ধরে রাখব। কোনো অবস্থাতেই দেশ স্বাধীনতাবিরোধীদের হাতে পরিচালনা করতে দেওয়া যাবে না।’
আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে নবীর বরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজপথে তাদের অগ্নি সন্ত্রাসের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের দখলে। গণতন্ত্র নিয়ে বিএনপিকে ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নয়। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে। গত সাড়ে ১৪ বছরে শেখ হাসিনা সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বিএনপির আমলে দেশে উন্নতি হয়নি, হয়েছে লুটপাট। নেতৃত্ব দেওয়ার মতো তাদের কোনো যোগ্য নেতাও নেই। তারা আবারও দেশকে হাওয়া ভবনে নিয়ে যেতে চাচ্ছে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে আসুন, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। পুরোনো মিথ্যা গল্প বলে কোনো লাভ নেই। দেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ আছে। আর কারও হাতে দেশ নিরাপদ নয়। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব ইনশা আল্লাহ।’
এ সময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘বিএনপির আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। দেশকে হাওয়া ভবন বানিয়ে তিনবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছিল। বিএনপি-জামাতের ভাঁওতাবাজি রাজনীতি বন্ধ করতে হবে। এক বিন্দু রক্ত থাকতেও গণতন্ত্রকে আমরা ধরে রাখব। কোনো অবস্থাতেই দেশ স্বাধীনতাবিরোধীদের হাতে পরিচালনা করতে দেওয়া যাবে না।’
আজ রোববার চট্টগ্রামের কর্ণফুলীর আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে নবীর বরণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘বিএনপি-জামাত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে। দেশ যখন নানা প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে স্বাধীনতা ও উন্নয়ন বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজপথে তাদের অগ্নি সন্ত্রাসের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘মাঠ আওয়ামী লীগ ও সাধারণ মানুষের দখলে। গণতন্ত্র নিয়ে বিএনপিকে ভাবতে হবে না। বাংলাদেশ বিশ্বের বাইরের দেশ নয়। বিশ্ব যেভাবে চলে আমাদেরও সেভাবে চলতে হবে। গত সাড়ে ১৪ বছরে শেখ হাসিনা সরকার দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বিএনপির আমলে দেশে উন্নতি হয়নি, হয়েছে লুটপাট। নেতৃত্ব দেওয়ার মতো তাদের কোনো যোগ্য নেতাও নেই। তারা আবারও দেশকে হাওয়া ভবনে নিয়ে যেতে চাচ্ছে।’
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘নির্বাচনে আসুন, জনগণ যাকে ভোট দেবে সে নির্বাচিত হবে। পুরোনো মিথ্যা গল্প বলে কোনো লাভ নেই। দেশ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ আছে। আর কারও হাতে দেশ নিরাপদ নয়। দেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জনগণের ভোটে আমরা আবারও নির্বাচিত হয়ে ক্ষমতায় আসব ইনশা আল্লাহ।’
এ সময় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত পিযুষ কুমার চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী রণি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে