Ajker Patrika

চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসের রোগী শনাক্ত

 

চট্টগ্রামে ফের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী পাওয়া গেছে। আক্রান্ত এই রোগী ৩৫ বছরের বয়সী একজন নারী। তিনি নগরের হালিশহর এলাকার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি আছেন। 

চমেক হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্ত ওই রোগী তিন দিন আগে বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনা আক্রান্ত না হয়েও মিউকরমাইকোসিস রোগে (ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ) আক্রান্ত হয়েছেন। 

ডা. সুযত বলেন, ওই রোগীর কোভিড না হলেও শরীরে মিউকরমাইকোসিস শনাক্ত হয়েছে। বর্তমানে মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শরীরে অন্যান্য রোগ আছে। এই নারীসহ চট্টগ্রামে মোট তিনজন ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হলো। 

মূলত ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝামাঝি সময়ে ব্ল্যাক আতঙ্ক শুরু হয়। নানা কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে এমন কোভিড রোগীর মধ্যে এ ছত্রাকের সংক্রমণ বেশি দেখা গেছে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে হাজারের বেশি রোগীর মৃত্যু খবর জানিয়েছে ভারত সরকার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত