কুবি প্রতিনিধি
মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’
এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’
এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’
মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন।
এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’
এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’
এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে