Ajker Patrika

পুলিশের ব্যারাকে ঢুকে মোবাইল ফোন চুরি, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৮: ০৩
পুলিশের ব্যারাকে ঢুকে মোবাইল ফোন চুরি, গ্রেপ্তার ২ 

চট্টগ্রামে পুলিশের ব্যারাকে ঢুকে মোবাইল ফোন চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর কোতোয়ালি থানাধীন পুরোনো রেলস্টেশন ও লালদীঘির পাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন খুলনা জেলার তেরখাদা থানার মৃত মাহতাব উদ্দিনের ছেলে এস এম মারুফ হাসান (৩৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. দুলালের ছেলে মো. ফারুক (৪২)। 

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার আজ শুক্রবার বলেন, গত ২৭ মার্চ বন্দর পুলিশ লাইনসের ফোর্স ব্যারাকে একটি কক্ষে ঢুকে দুই কনস্টেবলের দুটি মোবাইল ফোন চুরি করেন অভিযুক্ত ব্যক্তিরা। ঘটনার সময় ওই দুই পুলিশ সদস্য তাঁদের রুমে মোবাইল ফোন রেখে পুলিশ লাইনসের ইবাদতখানায় নামাজ পড়তে যান। 

এ ঘটনায় গতকাল বন্দর থানায় মামলার পর সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। ফুটেজে আসামিদের পুলিশ লাইনসের মূল গেট দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। পরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোবাইল ফোন জব্দের পাশাপাশি আসামিদের গ্রেপ্তার করা হয়। 

এসআই জানান, সিডিএমএস পর্যালোচনা করে আসামি এস এম মারুফ হাসানের বিরুদ্ধে কোতোয়ালি, বন্দর, হাটহাজারীসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলা পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত