Ajker Patrika

শ্রমিকের ছদ্মবেশে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৪, ১১: ১২
শ্রমিকের ছদ্মবেশে শিশু ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণ মামলার আসামি মো. সেকান্দর ওরফে ছুট্টুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকা থেকে শ্রমিকের ছদ্মবেশ নিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজিব পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মো. সেকান্দর অলিনগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। 

পুলিশ জানিয়েছে, গত ১১ এপ্রিল সন্ধ্যায় বাড়ির উঠানে খেলাধুলা করছিল সাত বছরের শিশুকন্যাটি। এ সময় শিশুটিকে কৌশলে ডেকে বাড়ির পাশের গোয়ালঘরে নিয়ে যান ছুট্‌টু। এরপর শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর শিশুটিকে ভয় দেখান বিষয়টি কাউকে না জানাতে। তবে ঘটনার কিছুদিন পর বিদ্যালয় খুললে শিশুটি তার সহপাঠীদের বিষয়টি বলে। এ ঘটনার পর সহপাঠীরা বিষয়টি তার মাকে জানালে তাঁরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পাশাপাশি চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান। সেখানে শিশুটির পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা গত ৮ মে রাতে মো. সেকান্দর ছুট্টুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজিব পোদ্দার আজকের পত্রিকাকে বলেন, মামলার পর ধর্ষক ছুট্টুকে গ্রেপ্তারে শ্রমিকের ছদ্মবেশে এলাকায় ঘুরতে শুরু করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ছুট্টু বাড়িতে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশু ধর্ষণের সত্যতা স্বীকার করেন। তাঁকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...