Ajker Patrika

চন্দনাইশে স্কুলশিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনকে পিষে মারল বাস

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭: ০৪
উম্মে হাবিবা রিজভী ও ওয়াকার উদ্দীন আদিল। ছবি: সংগৃহীত
উম্মে হাবিবা রিজভী ও ওয়াকার উদ্দীন আদিল। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় স্কুলশিক্ষার্থী ভাই-বোনাসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত দুই স্কুলশিক্ষার্থী হলো দোহাজারী জামিরজুরি এলাকার জসিম উদ্দিনের মেয়ে নবম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫) ও সপ্তম শ্রেণির ছাত্র ওয়াকার উদ্দীন আদিল (১২)। তারা দুই ভাই-বোন। দুজনই দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। নিহত অপরজন হলেন জামিরজুরি এলাকার আমানত উল্লাহর ছেলে রুহুল আমিন (৪৫)। তিনি রিকশাচালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় কোচিংয়ে যাওয়ার পথে চট্টগ্রামমুখী পূরবী বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী আদিল ও রিকশাচালক নিহত হন। উম্মে হাবিবা রিজভীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত