কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম রাজেশ বড়ুয়া (৩২)। তিনি একজন দন্ত চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার ওই চিকিৎসকের স্ত্রী পূজা বড়ুয়া মরদেহ শনাক্ত করেছেন। আজ শুক্রবার রাজেশ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।
রাজেশ বড়ুয়ার পরিবার ও স্ত্রী পূজা বড়ুয়া জানান, বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ এলাকার কমল কান্তি বড়ুয়ার ছেলে রাজেশ বড়ুয়া। দীর্ঘদিন ধরে রাজেশ বড়ুয়া স্ত্রী নিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন। চকবাজার এলাকার একটি চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফেরেননি। বেলা ৩টার দিকে স্ত্রীকে কল দিয়ে বলেন ‘ভালো থেকো’। এরপর কল কেটে দেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নৌ পুলিশের উদ্যোগে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রচার হলে নিহতের স্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার মরদেহটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।’
ওসি একরাম উল্লাহ আরও বলেন, নিহত দন্ত চিকিৎসকের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চিকিৎসক নদীতে ডুবে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম রাজেশ বড়ুয়া (৩২)। তিনি একজন দন্ত চিকিৎসক।
গতকাল বৃহস্পতিবার ওই চিকিৎসকের স্ত্রী পূজা বড়ুয়া মরদেহ শনাক্ত করেছেন। আজ শুক্রবার রাজেশ বড়ুয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেন।
রাজেশ বড়ুয়ার পরিবার ও স্ত্রী পূজা বড়ুয়া জানান, বাঁশখালী উপজেলার পূর্ব শীলকূপ এলাকার কমল কান্তি বড়ুয়ার ছেলে রাজেশ বড়ুয়া। দীর্ঘদিন ধরে রাজেশ বড়ুয়া স্ত্রী নিয়ে চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন। চকবাজার এলাকার একটি চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে তিনি ফেরেননি। বেলা ৩টার দিকে স্ত্রীকে কল দিয়ে বলেন ‘ভালো থেকো’। এরপর কল কেটে দেন।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত (ওসি) একরাম উল্লাহ বলেন, ‘গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট এলাকা থেকে অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নৌ পুলিশের উদ্যোগে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রচার হলে নিহতের স্ত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বৃহস্পতিবার মরদেহটি তাঁর স্বামীর বলে শনাক্ত করেন।’
ওসি একরাম উল্লাহ আরও বলেন, নিহত দন্ত চিকিৎসকের পরিবারকে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে ওই চিকিৎসক নদীতে ডুবে আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৪২ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
২ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৮ ঘণ্টা আগে