লক্ষ্মীপুর প্রতিনিধি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ক্যান্টনমেন্ট বা সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ করা জাতির জন্য ভালো হবে না। সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই এবং তাঁকে বিতর্কিত না করা দেশের জন্য ভালো।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বশির ভিলায় জেলা ওলামা দলের পরিচিতি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, ‘আমাদের আসল স্বার্থ হলো, সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলা। সেটা যদি করতে হয়, তাহলে গণতন্ত্রের শক্ত ভিত প্রয়োজন। কিন্তু এখন দেশে গণতন্ত্রের ভিত নষ্ট করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক, এটা ষড়যন্ত্রকারীরা চায় না। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ দেশে গুম, খুন ও গণহত্যা চালিয়েছে। তাই হাসিনার বিচার হওয়া জরুরি। হাসিনার যদি বিচার না হয় এবং হাসিনার পরিবার ও দোসরদের যদি বিচার নিশ্চিত না হয়, দেশের মানুষ কাউকে ক্ষমা করবে না। তাই আমাদের লক্ষ্যে পৌঁছাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
ইফতার অনুষ্ঠানে জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।
এদিকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে জুলাই-আগস্ট বিপ্লবে আহতদের আর্থিক সহায়তা প্রদান, দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
ড্যাব জেলা শাখার আহ্বায়ক ড. নাজমুল হকের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. মো. আবদুল করিম মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির এই নেতা।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, ড্যাবের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল খালেদ মো. ইকবাল, মো. ইকবাল হোসেন, আয়োজক কমিটির সভাপতি রাকিবুল আহসান, সদস্যসচিব আনোয়ার হোসেনসহ আরও অনেকে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
১ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
১ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে