Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণের তিন দিন পর বিদ্যুতের সংযোগ ফিরে পেলেন দুই শতাধিক গ্রাহক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৫: ৪১
সীতাকুণ্ডে বিস্ফোরণের তিন দিন পর বিদ্যুতের সংযোগ ফিরে পেলেন দুই শতাধিক গ্রাহক

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের তিন দিন পর বিদ্যুতের সংযোগ ফিরে পেলেন কদমরসুল (কেশবপুর) এলাকার দুই শতাধিক গ্রাহক। দীর্ঘ ভোগান্তির পর মঙ্গলবার রাতে বিদ্যুৎ পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে তাঁদের মধ্যে। বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম।

এদিকে মঙ্গলবার বিকেলে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামত করার সময় ওপর থেকে পড়ে আহত হন ফৌজদারহাট বিদ্যুৎ বিতরণ বিভাগের দুই বিদ্যুৎকর্মী মোহাম্মদ রিয়াদ (২২) ও মোহাম্মদ রাকিব (২১)। খুঁটিতে উঠে কাজ করার সময় চার্জিং ভোল্টেজের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইন কাঁপতে শুরু করে। এতে তাঁরা ভয় পেয়ে হাত ছেড়ে দেন এবং খুঁটি থেকে নিচে পড়ে আহত হন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ফৌজদারহাটের তথ্যমতে, সীতাকুণ্ডের কদমরসুল–কেশবপুরের ওই অংশে পাঁচটি ট্রান্সফরমার আছে। কিন্তু গত শনিবার বিকেলে বিস্ফোরণ-পরবর্তী সময়ে ওই এলাকার বিদ্যুতের সঞ্চালন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে। ফলে বিদ্যুৎ না থাকায় এলাকাটিতে পানির সংকট দেখা দেয়। এতে ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।

কেশবপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ আতাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরণের পর একে তো ছিল বিদ্যুৎ না থাকার ভোগান্তি, সেই সঙ্গে ছিল পানির কষ্ট। বিদ্যুতের অভাবে মোটর পাম্প দিয়ে পানি তোলা সম্ভব হয়নি। দূরের টিউবওয়েল থেকে পানি এনে কোনোমতে রান্নার কাজ সামাল দিলেও কাপড়–চোপড় ধোয়া ও গোসল করা বন্ধ রাখতে হয়েছে।

ফৌজদারহাট বিপিডিবির বিপণন ও বিতরণ শাখার নির্বাহী প্রকৌশলী শেখ কাউসার মাসুম আজকের পত্রিকাকে জানান, শবে বরাতের কথা মাথায় রেখে তাঁরা টানা কাজ চালিয়েছেন। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় তাঁদের দুই বিদ্যুৎকর্মী পড়ে আহত হন। তার পরও তাঁরা রাতের মধ্যেই সঞ্চালন লাইন চালু করতে সফল হয়েছেন।

শেখ কাউসার মাসুম বলেন, ‘ওই এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইন পুরো নষ্ট হয়ে গেছে। ট্রান্সফরমার, কেব্‌লসহ সব যন্ত্রপাতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৭০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছ। বিদ্যুতের আপৎকালীন খাত থেকে এই টাকা বরাদ্দ দিয়ে লাইন ঠিক করা হয়েছে। তবে বিস্ফোরণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর জানা যাবে কোন প্রতিষ্ঠান এর খরচ বহন করবে। আপাতত আবাসিক গ্রাহকদের সংযোগ দেওয়া হয়েছে। তবে ধাপে ধাপে মেরামত করে বাণিজ্যিক গ্রাহকদের বিদ্যুতের লাইন চালু করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত