Ajker Patrika

চবির ১৭ বিভাগের পরীক্ষা স্থগিত, চলেনি শিক্ষক-স্টাফ বাস 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চবির ১৭ বিভাগের পরীক্ষা স্থগিত, চলেনি শিক্ষক-স্টাফ বাস 

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) ১৭টি বিভাগের পূর্ব নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। শিক্ষক বাস চলাচল না করা ও শিক্ষার্থী উপস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। 

আজ রোববার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) চৌধুরী আমীর মুহাম্মদ মুছা। তিনি বলেন, শিক্ষক-শিক্ষার্থী আসতে না পারায় ১৭ টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

এ দিকে হরতালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস চলাচল স্বাভাবিক ছিল না। শহরের উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে আসেনি। এ কারণে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে আসতে পারেননি।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক মো. আশরাফ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে বাস চালাতে বলেছে, আমরা সেভাবে চালিয়েছি।’ তবে কী পরিমাণ বাস চলেছে তা বলতে তিনি রাজি হননি।

নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, শাটল চলাচল স্বাভাবিক আছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ট্রেনের মধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত