নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে।
এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা।
চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’
আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি।
এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে।
নগরের পাহাড়তলী রেলওয়ের সেল ডিপোতে (পুরোনো মালামাল রাখার স্থান) ৭৯৩ কেজি মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোর চক্র ছাড়াও নিরাপত্তায় নিয়োজিত রেলের আরএনবির এক সদস্যের নাম এসেছে। ভিডিও ফুটেজেও তার প্রমাণ পাওয়া গেছে।
এৎ ঘটনায় গত রোববার পুরোনো সেল ডিপোর বর্তমান এসই (এস) মো. গোলাম রাব্বানী ও পাহাড়তলীর এসএসই (এস) মো. ইউনুছ রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনকে অবহিত করে চিঠি দিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৯ ও ২০ মার্চ ভোর ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরোনো সেল ডিপোর পশ্চিম পাশে সীমানাপ্রাচীরের ওপর দিয়ে একজন দুষ্কৃতকারী প্রবেশ করে ৯ নম্বর বিটের এক্সেল গাইডের লট থেকে ৬১ পিস (প্রতিটির ওজন ১৩ কেজি), অর্থাৎ ৭৯৩ কেজি মালামাল চুরি করে। এর বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা। চিঠিতে আরএনবির সদস্যদের সক্রিয় দায়িত্ব পালনের অনুরোধ জানানো হয়।
ওই চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন পাহাড়তলী স্টেশনের হাবিলদার কৃষ্ণ ও সিপাহি হাফিজ। মালামাল বিক্রি করে বিক্রির ৫০০ টাকা করে তাঁদের দেন চোর চক্রের সদস্যরা।
চুরির ঘটনা ঘটার পর আরএনবির কর্মকর্তারা অভিযান চালান, এই সময় চরফ্যাশনের আবুল কালামের ছেলে আকরাম আলী ও খুলশী এলাকার বেলালকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (পূর্ব) শফিকুল ইসলাম মৃধা বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতে তুলে রিমান্ডের জন্য আবেদন জানানো হবে।’
আরএনবির হাবিলদার কৃষ্ণের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, জিজ্ঞাসাবাদ তাঁর নাম এসেছে। বিষয়টি খতিয়ে দেখছি।
এর আগে গত ৩ মার্চ রেলওয়ের লোকোশেডে অভিযান চালায় দুদক। সেখানেও আরএনবির বিরুদ্ধে তেল চুরির প্রমাণ পায় দুদক। ওই ঘটনায় রেলওয়ে জড়িত আরএনবির সাতজনকে তৎক্ষণাৎ বদলি করে।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
২ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৫ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩১ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে