Ajker Patrika

চবির একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বিদ্রোহীদের ভরাডুবি

চবি প্রতিনিধি
চবির একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বিদ্রোহীদের ভরাডুবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়। 

ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।

সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।

প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।

নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি  প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত