চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়।
ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।
সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।
প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।
নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষকদের হলুদ দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ছয়টি পদের মধ্যে পাঁচটিতেই তাদের প্রার্থী জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে দুজন করে প্রতিনিধি নির্বাচিত হয়।
ফলাফলে সহযোগী অধ্যাপক পদে ২৯৯ ও ২২৫ ভোট পেয়ে মূল হলুদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।
সহকারী অধ্যাপক পদে ২৯৬ ও ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন একই প্যানেলের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।
প্রভাষক পদে ২৩৫ ভোট পেয়ে হলুদ দলের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ, একই পদে ২৩৫ ভোট পেয়ে প্রশাসনপন্থী শিক্ষকদের প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহসিন আহমেদ ফাহিম।
নির্বাচনে আওয়ামী-বামপন্থী শিক্ষকদের হলুদ দল, প্রশাসনপন্থী শিক্ষক ও প্রশাসন থেকে সম্প্রতি পদত্যাগ করা শিক্ষকেরা তিনটি প্যানেল থেকে প্রার্থী দেন। প্রতিটি প্যানেলই নিজেদের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ তথা হলুদ দল বলে দাবি করে।
রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম চৌধুরীপাড়ার একটি মাদ্রাসা থেকে তুষার তানভীর (১২) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে পশ্চিম চৌধুরীপাড়া শেখ জনরুদ্দিন দারুল কোরআন মাদ্রাসার ছয়তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪ মিনিট আগেস্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায়, সত্য ঘটনা প্রকাশ করায় তারা সুবিধা করতে পারেনি। এটা এখন অনেক কমে গেছে। কিন্তু সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়ানো শুরু করবে।
৭ মিনিট আগেআজ বুধবার সকালে শহরের ওয়্যারলেসপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে সাতজনের নাম উল্লেখ করে মামলাটি করেন জেলা মাহিন্দ্রা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা হিসেবে অনেককে আসামি করা হয়েছে।
১৬ মিনিট আগেদেশব্যাপী সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় টাইফয়েড জ্বর প্রতিরোধে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১২ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে।
২৪ মিনিট আগে