সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ সদস্যের এই দল কনটেইনার ডিপোর পার্শ্ববর্তী মোল্লাপাড়া ও কেশবপুর (লালবেগ) এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের স্বাস্থ্যের দিক পর্যবেক্ষণে রেখে পরে দলটি একটা গাইডলাইন তৈরি করতে কাজ শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে কি না, ঘটনার পর দীর্ঘ মেয়াদে কোনো রোগে ভুগছে কি না, তা দেখতে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে একাধিক স্থানীয় বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ খুঁজে পাননি। তবে তাঁদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অধিকাংশ বাসিন্দাই ভুগছেন মানসিক দুশ্চিন্তায়। আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তাঁরা।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করবেন। এতে ক্ষতিগ্রস্ত এলাকার যেসব বাসিন্দা মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন, তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—হাসপাতালের আরএমও ডা. মিলজার হোসেন, ডা. আরাফাত, ডা. জান্নাতুল কাওনাইন, ডা. রাজিব বড়ুয়া, ডা. ফারহান, ডা. দীপ্ত চৌধুরী, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিবেকানন্দ চক্রবর্তী, রাখাল চন্দ্র নাথ, ঈশিতা, এম এল এস এস মো. শিপন, সালাউদ্দিন প্রমুখ।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের এলাকার বাসিন্দাদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের একটি চিকিৎসক দল।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১১ সদস্যের এই দল কনটেইনার ডিপোর পার্শ্ববর্তী মোল্লাপাড়া ও কেশবপুর (লালবেগ) এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চিকিৎসক দলের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁদের স্বাস্থ্যের দিক পর্যবেক্ষণে রেখে পরে দলটি একটা গাইডলাইন তৈরি করতে কাজ শুরু করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, বিএম ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক কনটেইনার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে কি না, ঘটনার পর দীর্ঘ মেয়াদে কোনো রোগে ভুগছে কি না, তা দেখতে তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে একাধিক স্থানীয় বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ধরনের দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হওয়ার লক্ষণ খুঁজে পাননি। তবে তাঁদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় নিশ্চিত হওয়া গেছে, এ ঘটনার পর থেকেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। অধিকাংশ বাসিন্দাই ভুগছেন মানসিক দুশ্চিন্তায়। আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তাঁরা।
এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের মানসিক দুশ্চিন্তা থেকে উত্তরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্বাস্থ্যবিষয়ক সেমিনারের আয়োজন করবেন। এতে ক্ষতিগ্রস্ত এলাকার যেসব বাসিন্দা মানসিক উদ্বিগ্নতায় ভুগছেন, তাঁদের কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—হাসপাতালের আরএমও ডা. মিলজার হোসেন, ডা. আরাফাত, ডা. জান্নাতুল কাওনাইন, ডা. রাজিব বড়ুয়া, ডা. ফারহান, ডা. দীপ্ত চৌধুরী, উপজেলা সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিবেকানন্দ চক্রবর্তী, রাখাল চন্দ্র নাথ, ঈশিতা, এম এল এস এস মো. শিপন, সালাউদ্দিন প্রমুখ।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৭ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩২ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৭ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে