Ajker Patrika

চবি শাখা ছাত্রদলের কমিটি বাতিল, চলতি মাসেই নতুন কমিটির আশ্বাস

চবি প্রতিনিধি
চবি শাখা ছাত্রদলের কমিটি বাতিল, চলতি মাসেই নতুন কমিটির আশ্বাস

ছয় বছরেরও বেশি সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যমান মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। উক্ত ইউনিটে সাংগঠনিক পুনর্গঠনের লক্ষ্যে শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা কমিটি বিলুপ্ত করেছি। চলতি মাসেই নতুন কমিটি ঘোষণা করা হবে।’ 

গত ১৪ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘২ বছরের কমিটির ৬ বছর পার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৩ অক্টোবর দুই বছরের জন্য শাখা ছাত্রদলের ৬৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি করা হয় ইতিহাস বিভাগের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের খোরশেদ আলমকে ও সাধারণ সম্পাদক করা হয় ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শহীদুল ইসলামকে। পরে ২০১৭ সালের ১৮ মে ২৪৩ জনের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত