Ajker Patrika

জ্ঞান আহরণ ও তথ্যপ্রযুক্তি সেবায় প্রতিষ্ঠিত ‘লোহাগাড়ার চুনতি লাইট হাউস’

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মে ২০২২, ১৪: ৩৬
জ্ঞান আহরণ ও তথ্যপ্রযুক্তি সেবায় প্রতিষ্ঠিত ‘লোহাগাড়ার চুনতি লাইট হাউস’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতি খানবাড়ি এলাকায় সম্প্রতি প্রতিষ্ঠিত হয় ‘চুনতি লাইট হাউস’। গ্রাম পর্যায়ে এটি প্রথম ডিজিটাল লাইব্রেরি ও নলেজ সেন্টার। সেখানে ডিজিটাল লাইব্রেরি ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ রয়েছে ১৫টি কম্পিউটার। রয়েছে দেশের খ্যাতনামা লেখকের বই। রয়েছে ই-বুক। জ্ঞান আহরণ ও তথ্যপ্রযুক্তির সেবা নিতে এটি অনন্য অবদান রাখবে। 

আজ শনিবার বিকেলে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল চুনতি লাইট হাউস পরিদর্শনে যান। তিনি চুনতি লাইট হাউস দেখে সন্তোষ প্রকাশ ও সফলতা কামনা করেন। 

 ‘চুনতি লাইট হাউস’ প্রতিষ্ঠা করেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চুনতি মাসুদ খানের সহধর্মিণী সুরাইয়া জান্নাত খান এফসিএ। তিনি সাংবাদিকদের বলেন, চুনতি লাইট হাউসে রয়েছে ডিজিটাল লাইব্রেরি ও নলেজ সেন্টার। রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ ১৫টি কম্পিউটার। জ্ঞান আহরণ ও তথ্যপ্রযুক্তি সেবায় এই লাইট হাউস কাজ করবে। শিক্ষার্থীরা লাইট হাউসে এসে জ্ঞান আহরণসহ তথ্যপ্রযুক্তির সব সেবা নিতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। এ লাইট হাউসে এসে চুনতির ইতিহাস সম্পর্কে জানতে পারা যাবে। 

এখানে চুনতির ইতিহাস ও ঐতিহ্যকে ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণ করা হবে, যা অতীত ও বর্তমান প্রজন্মের মধ্যে সেতুবন্ধ রচনা করবে। পাশাপাশি এখানে শিক্ষার্থীদের ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে করে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেন। 

সুরাইয়া জান্নাত খান এফসিএ আরও বলেন, ‘কিছুদিন আগে আমি ওয়াশিংটনে গিয়েছিলাম। সেখানে চুনতি সম্পর্কে তুলে ধরেছি। চুনতির মানুষের কথা বলেছি। এ লাইট হাউস শিক্ষা আহরণের জায়গা।’ 

চুনতি লাইট হাউস পরিদর্শনের সময় শিক্ষা উপমন্ত্রীর সঙ্গে ছিলেন চুনতি লাইট হাউসের প্রতিষ্ঠাতা সুরাইয়া জান্নাত খান এফসিএ, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, চুনতি ইউপি চেয়ারম্যান মো. জয়নুল আবেদিন, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আনোয়ার কামাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত