ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বিরামপুর। জনবহুল এই বাজারের প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা। সড়ক সংস্কারে ১ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন হলেও বছরের পর বছর কাজই শুরু হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
ইতিমধ্যে চলতি বছরের এপ্রিলেই প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে উপজেলা প্রকৌশল বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে পুনঃ টেন্ডারের উদ্যোগ নিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আফজাল হোসেন বলেন, ‘বর্ষাকালের কারণে কাজে বিলম্ব হয়েছে। আমরা মেয়াদ বৃদ্ধির আবেদন করেছি। বর্ষা শেষে কাজ শুরু করব।’
কিন্তু বাজারের মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। স্থানীয় ব্যবসায়ী মিজান, খোকন মিয়াসহ কয়েকজন বলেন, ‘সড়কের অবস্থা এতটাই খারাপ যে আমরা নিজেরা ইট ফেলে চলাচলের ব্যবস্থা করেছি। প্রতিবছর বাজার থেকে লক্ষাধিক টাকা ইজারা নেওয়া হলেও রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। এখন পর্যন্ত এক ট্রাক বালিও আসেনি।’
অটোরিকশাচালক ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মনির হোসেন বলেন, ‘এই সড়ক দিয়ে গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর। শুধু বিরামপুর নয়, রামপুর বাজার থেকে সোলাখালী ব্রিজ পর্যন্ত পুরো সড়কেই যানবাহন চলাচল প্রায় অসম্ভব।’
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ‘টেন্ডার হলেও ঠিকাদার সময়মতো কাজ শুরু করেননি। ১৫ এপ্রিল কার্যাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা কার্যাদেশ বাতিলের জন্য পত্র দিয়েছি এবং দ্রুত পুনরায় টেন্ডার আহ্বানের প্রক্রিয়া শুরু করব।’
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার বিরামপুর। জনবহুল এই বাজারের প্রধান সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা। সড়ক সংস্কারে ১ কোটি ১৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন হলেও বছরের পর বছর কাজই শুরু হয়নি।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ৪০০ মিটার দীর্ঘ একটি আরসিসি সড়ক নির্মাণের জন্য গত বছরের ২৪ ডিসেম্বর ‘ফাতেমা ট্রেডার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়। ১০৫ দিনের মধ্যে কাজ শেষ করার শর্ত থাকলেও এখন পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি।
ইতিমধ্যে চলতি বছরের এপ্রিলেই প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে গেছে। ফলে উপজেলা প্রকৌশল বিভাগ ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করে নতুন করে পুনঃ টেন্ডারের উদ্যোগ নিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আফজাল হোসেন বলেন, ‘বর্ষাকালের কারণে কাজে বিলম্ব হয়েছে। আমরা মেয়াদ বৃদ্ধির আবেদন করেছি। বর্ষা শেষে কাজ শুরু করব।’
কিন্তু বাজারের মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। স্থানীয় ব্যবসায়ী মিজান, খোকন মিয়াসহ কয়েকজন বলেন, ‘সড়কের অবস্থা এতটাই খারাপ যে আমরা নিজেরা ইট ফেলে চলাচলের ব্যবস্থা করেছি। প্রতিবছর বাজার থেকে লক্ষাধিক টাকা ইজারা নেওয়া হলেও রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয় না। এখন পর্যন্ত এক ট্রাক বালিও আসেনি।’
অটোরিকশাচালক ও স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মনির হোসেন বলেন, ‘এই সড়ক দিয়ে গাড়ি চালানো অত্যন্ত কষ্টকর। শুধু বিরামপুর নয়, রামপুর বাজার থেকে সোলাখালী ব্রিজ পর্যন্ত পুরো সড়কেই যানবাহন চলাচল প্রায় অসম্ভব।’
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ‘টেন্ডার হলেও ঠিকাদার সময়মতো কাজ শুরু করেননি। ১৫ এপ্রিল কার্যাদেশের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা কার্যাদেশ বাতিলের জন্য পত্র দিয়েছি এবং দ্রুত পুনরায় টেন্ডার আহ্বানের প্রক্রিয়া শুরু করব।’
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
১৭ মিনিট আগেকক্সবাজার থেকে যাত্রীবেশে পাকস্থলীতে করে ইয়াবা বড়ি নিয়ে এসে ধরা পড়েছেন রাজু মোল্লা নামের এক মাদক কারবারি। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
১ ঘণ্টা আগেরাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
২ ঘণ্টা আগে