চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। গতকাল সোমবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের নবীর (৩০)।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। আহত হন তিনজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
চাঁদপুরের কচুয়ায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদল নেতা ওমর ফারুক (৩৫) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী। গতকাল সোমবার সকালে কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের একাংশের সাধারণ সম্পাদক ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের নবীর (৩০)।
কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আল-আরাফা পরিবহনের বাসটি জব্দ করে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা একজন নিহত ও তিনজন আহত হন। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া-গৌরিপুর সড়কের ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। আহত হন তিনজন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে