Ajker Patrika

চাঁদপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

চাঁদপুর শহরের ডাকাতিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির (৪৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের রঘুনাথপুর এলাকায় এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার উপপরিদর্শক কামাল হোসেন। তিনি বলেন, ‘লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মুখে হালকা দাঁড়ি, গায়ে নীলকালের টি-শার্ট ও পরনে ট্রাউজার রয়েছে।’ 

স্থানীয় লোকজন জানান, রঘুনাথপুর এলাকায় শাপলা ব্রিকস ফিল্ডের পাশে ডাকাতিয়া নদীতে এক ব্যক্তির লাশ ভেসে শহরের দিকে যাচ্ছিল। বিষয়টি তাঁরা প্রথমে চাঁদপুর সদর মডেল থানায় জানান। মডেল থানা থেকে ৯৯৯-এ কল দেওয়ার জন্য বলা হয়। পরে তাতে কল দেওয়া হলে নৌ পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে। 

উপপরিদর্শক কামাল বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বার্তা পেয়ে ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করি। পরে থানায় এনে লাশের ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত