Ajker Patrika

আমরা পার্লামেন্টে যাবই যাব: নাসীরুদ্দীন

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৬ মার্চ ২০২৫, ২২: ৩৩
শাহরাস্তি নিজ মেহার উচ্চবিদ্যালয় মাঠে এনসিপির ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা
শাহরাস্তি নিজ মেহার উচ্চবিদ্যালয় মাঠে এনসিপির ইফতার মাহফিল। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগামীর ব্যালট রেভল্যুশনে তরুণদের জয় হবে। আমরা পার্লামেন্টে যাবই যাব। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে, তরুণেরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও পার্লামেন্টের পথে অগ্রসর হবে।’

আজ বুধবার চাঁদপুরের শাহরাস্তি নিজ মেহার উচ্চবিদ্যালয় মাঠে জুলাই আন্দোলনে আহত-নিহতদের পরিবারের সদস্য ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী নির্বাচনে মসজিদের ইমামসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রার্থী করা হবে। যারা এত দিন টাকার জন্য নির্বাচন করতে পারেনি, তারা এখন নির্বাচন করবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কেউ বাধা দেবেন, আসুন, আমরাও খেলার জন্য প্রস্তুত। আমাদের একটাই শত্রু, সেটা হলো আওয়ামী লীগ। বর্তমানে আমাদের লড়াইটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ প্রক্রিয়া। নির্বাচন কমিশনে আওয়ামী লীগের যে নিবন্ধন রয়েছে, তা বাতিল করা।’

এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত