আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচুগাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত শিরু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বেলা ১টার দিকে জাকির নিজের একটি লিচুগাছে উঠে লিচু পাড়ছিলেন। হঠাৎ লিচুগাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তর ইউনিয়নের মৃত অহিদ ভূঁইয়া মেম্বারের ছেলে বি এম ফরহাদ বলেন, ‘জাকির হোসেন অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’
নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, ‘আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাঁকে তাড়াতাড়ি নিচে নেমে আসতে বলি। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচুগাছ থেকে পড়ে মো. জাকির হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত শিরু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বেলা ১টার দিকে জাকির নিজের একটি লিচুগাছে উঠে লিচু পাড়ছিলেন। হঠাৎ লিচুগাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান তাঁকে মৃত ঘোষণা করেন।
উত্তর ইউনিয়নের মৃত অহিদ ভূঁইয়া মেম্বারের ছেলে বি এম ফরহাদ বলেন, ‘জাকির হোসেন অত্যন্ত শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’
নিহতের বড় ভাই মনির মোল্লা বলেন, ‘আমাদের পাশের বাড়িতে দাওয়াত ছিল। জাকির গাছে উঠেছে দেখে আমি তাঁকে তাড়াতাড়ি নিচে নেমে আসতে বলি। এরপর আমি গোসলে যাই। কিছুক্ষণ পর কান্নাকাটির শব্দ শুনে বের হয়ে দেখি, সে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে।’
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় মেডিকেল কলেজ ক্যাম্পাসের ফরেন হোস্টেলে থাকতেন নিদা খান। তাঁর রুমমেটরাও ভারতীয় নাগরিক। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত রুমমেটদের সঙ্গে পড়ালেখা নিয়ে আলোচনা করেন তিনি। এরপর নিজের কক্ষে চলে যান। রাত ১১টা থেকে ১টা পর্যন্ত তাঁর পাশের কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকাডাকি
৯ মিনিট আগেসকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
২১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
২৭ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
২৯ মিনিট আগে