Ajker Patrika

বগুড়ায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে পশুহাট

প্রতিনিধি, বগুড়া
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৬: ৩১
বগুড়ায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলছে পশুহাট

বগুড়ার শিবগঞ্জে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই আজ বুধবার দিনব্যাপী চলেছে মহাস্থান পশুহাট। সকাল থেকেই এ হাটে ছিল উপচে পড়া ভিড়। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার নানা পদক্ষেপ নেওয়া হলেও সেগুলো হাটে আসা মানুষজন মানছে না বলেও জানিয়েছে হাট কর্তৃপক্ষ। উপজেলা প্রশাসনও করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। 

সরেজমিনে দেখা গেছে, প্রত্যেকটি পশুর মাঝে অন্তত ৫ ফুট দূরত্ব রাখার জন্য হাটে ১৬টি জায়গায় নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কোনো নির্দেশনাই বাস্তবায়ন হয়নি। সেখানে হাত ধোয়ার জন্য বেসিন, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দেওয়া থাকলেও কেউ সেগুলো ব্যবহার করেননি। কিন্তু সরকারি নির্দেশনা বাস্তবায়নে হাটে উপজেলা প্রশাসনের কোনো নজরদারি ছিল না। 

গরু ব্যাপারী ইসমাইল বলেন, আমরা মালিকপক্ষর চুক্তি অনুযায়ী ১০০টি গরু কিনে দিতে হাটে এসেছি। আমার সঙ্গে আরও পাঁচজন আছেন। বিনিময়ে প্রতি গরু থেকে আমরা ৫০০ টাকা করে পাব। হাটে অনেক ক্রেতা-বিক্রেতা এসেছে। এত ভিড়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব নয়। 

হাট কর্তৃপক্ষ মানিক ও মনিরুজ্জামান মটু বলেন, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার এবং প্রচুর মাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি হাত ধোয়ার জন্য বেসিন স্থাপন করা হয়েছে। কিন্তু হাটে আসা মানুষদের অনেকেই তা মানছেন না। 

মহাস্থান হাট কমিটির ইজারাদার রাগেবুল আহসান রিপু বলেন, হাটে ৪০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। সেখানে ১৫ টির বেশি হাত ধোয়ার জায়গা করা হয়েছে এবং হাটে আসা মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ৪টি পয়েন্টে মাইকিং করা হয়েছে। এরপরেও অনেক ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্যবিধি মানছেন না। সে ক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকে না। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব রকম ব্যবস্থা রেখেছিলাম। মাস্কও বিতরণ করা হয়েছে। তবে যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকায় সেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলাটা কঠিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

পাঁচ দিন পর উদ্ধার বৈষম্যবিরোধী নেতা মামুন, হাসপাতালে ভর্তি

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত