বগুড়া প্রতিনিধি
বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তবে যুবদল নেতার পক্ষেও পাল্টা মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এবং বিকেল ৪টার দিকে শহরের শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়।
কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে আগামী বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে প্রত্যেকের দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।
মারধরের কারণ হিসেবে জোবায়ের হোসেন বলেন, ঝিনুকের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদের ইন্ধনে আগামী বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন। জোবায়ের বলেন, কাঞ্চন ও ঝিনুক এর আগেও বেশ কয়েকবার ব্যবসায়ীদের মারধর করেছেন। ঝিনুক নবগঠিত জেলা যুবদলের সদস্য পদ পাওয়ার পর তাঁরা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক বলেন, ‘আমাকে বিতর্কিত করতে জোবায়ের হাসান চক্রান্ত শুরু করেছেন।’ জোবায়ের হাসানকে ভূমিদস্যু উল্লেখ করে ঝিনুক বলেন, ‘আমার বড় ভাই কাঞ্চন এখন কানুছগাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে জোবায়ের হাসান ও আবুল কালাম আজাদ বণিক সমিতির সভা ডাকতে পারেন না। বিষয়টি নিয়ে জানতে আবুল কালাম আজাদের দোকানে যান আমার বড় ভাই। সে সময় আমি উপস্থিত ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমিও ব্যবসায়ী। কানুছগাড়িতে আমার দোকান আছে।’
এদিকে বিকেলে যুবদল নেতা কামরুল হাসান ঝিনুকের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি শুনেছি। পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।’
বগুড়ায় ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে যুবদল নেতা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। তবে যুবদল নেতার পক্ষেও পাল্টা মানববন্ধন করেন তাঁর সমর্থকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এবং বিকেল ৪টার দিকে শহরের শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় পক্ষে-বিপক্ষে মানববন্ধন হয়।
কানুছগাড়ি বণিক সমিতির সাবেক উপদেষ্টা জোবায়ের হাসান বলেন, দেড় বছর আগে কানুছগাড়ি বণিক সমিতির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এ কারণে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কমিটি গঠনের বিষয়ে আগামী বুধবার সভা আহ্বান করা হয়। এ জন্য রোববার বিকেলে ব্যবসায়ীদের জানিয়ে প্রত্যেকের দোকানে চিঠি দেওয়া হয়। সন্ধ্যার পর যুবদল নেতা কামরুল হাসান ঝিনুক ও তাঁর বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন ফার্নিচার ব্যবসায়ী আবুল কালামের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং তাঁকে মারধর করেন।
মারধরের কারণ হিসেবে জোবায়ের হোসেন বলেন, ঝিনুকের বড় ভাই জিলহজ্জ উদ্দিন কাঞ্চন কানুছগাড়ি বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে আবুল কালাম আজাদের ইন্ধনে আগামী বুধবার বণিক সমিতির সভা আহ্বান করায় তাঁর ওপর চড়াও হন। জোবায়ের বলেন, কাঞ্চন ও ঝিনুক এর আগেও বেশ কয়েকবার ব্যবসায়ীদের মারধর করেছেন। ঝিনুক নবগঠিত জেলা যুবদলের সদস্য পদ পাওয়ার পর তাঁরা দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠেছেন।
অভিযোগ অস্বীকার করে বগুড়া জেলা যুবদলের সদস্য কামরুল হাসান ঝিনুক বলেন, ‘আমাকে বিতর্কিত করতে জোবায়ের হাসান চক্রান্ত শুরু করেছেন।’ জোবায়ের হাসানকে ভূমিদস্যু উল্লেখ করে ঝিনুক বলেন, ‘আমার বড় ভাই কাঞ্চন এখন কানুছগাড়ি বণিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁকে না জানিয়ে জোবায়ের হাসান ও আবুল কালাম আজাদ বণিক সমিতির সভা ডাকতে পারেন না। বিষয়টি নিয়ে জানতে আবুল কালাম আজাদের দোকানে যান আমার বড় ভাই। সে সময় আমি উপস্থিত ছিলাম না। অথচ আমাকে জড়িয়ে মানববন্ধন করা হয়।’ তিনি আরও বলেন, ‘আমিও ব্যবসায়ী। কানুছগাড়িতে আমার দোকান আছে।’
এদিকে বিকেলে যুবদল নেতা কামরুল হাসান ঝিনুকের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে শেরপুর রোডে কানুছগাড়ি এলাকায় মানববন্ধন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘মারধরের ঘটনায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমরা বিষয়টি শুনেছি। পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে।’
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি নিচু থাকায় বর্ষাকালে পুরোটাই পানিতে ডুবে যায়। এর ফলে পথচারী ও রিকশা, ভ্যান, মোটরসাইকেলের মতো ছোট যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ এবং অসুস্থ রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও নানারকম সমস্যার সৃষ্টি হচ্ছে।
১৫ মিনিট আগেবৃহস্পতিবার ভোরে দুই পক্ষের সমর্থকেরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইদন মিয়া। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য পাঁচজন নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
৩৯ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে মাইশা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের কল্যাণপুর মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার কল্যাণপুর গ্রামের মো. এনামুল হকের মেয়ে।
১ ঘণ্টা আগেগত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় শুরু হওয়া ভাঙনে উদয়নগর বিওপির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। এরপর ১৫ সেপ্টেম্বর সকালে বাকি অংশও পুরোপুরি বিলীন হয়ে যায়। সম্ভাব্য ঝুঁকির কারণে আগেই বিওপির গুরুত্বপূর্ণ সব সরঞ্জাম, অস্ত্র, নথিপত্র এবং জনবল পাশের চরচিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল।
১ ঘণ্টা আগে