Ajker Patrika

ভোলা হাসপাতালে কর্মবিরতি স্থগিত, ৬ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস

ভোলা সংবাদদাতা
ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের সামনে কর্মকর্তা-কর্মচারীদের ভিড়। ফাইল ছবি
ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের সামনে কর্মকর্তা-কর্মচারীদের ভিড়। ফাইল ছবি

ভোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেছেন। ছয় দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসে আজ রোববার বিকেলে কর্মবিরতি স্থগিত করা হয়। আজকের পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাইয়েবুর রহমান।

এর আগে মাত্র এক দিনের ব্যবধানে দুই চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা।

দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও হাসপাতালের স্টাফদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা। তাঁরা আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এ কর্মবিরতি পালন করেছেন।

এ সময় কর্মীরা হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তমকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে ওই কক্ষের সামনে বিক্ষোভ–মিছিল করেছেন এবং অবস্থান ধর্মঘট পালন করেন।

বিকেলে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম আগামী ২-৪ দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়ে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে আন্দোলনরত হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা কর্মবিরতি স্থগিত করেন বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান রুস্তম। তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা দুই চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, হামলাকারীদের গ্রেপ্তার, হাসপাতালকে দালালমুক্ত, ডিউটিরত চিকিৎসকের সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত, হাসপাতালে পুলিশ ক্যাম্প স্থাপনসহ দাবিগুলো পূরণের আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এত শক্তি প্রদর্শন আপনাদের মানায় না—অন্তর্বর্তী সরকারকে কড়া হুঁশিয়ারি সালাহউদ্দিনের

মরিচের গুঁড়া ছিটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ, দোকানদার থেকে ২৫ সেকেন্ডে খেলেন ২০টি চড়

ফরিদপুরে বিএনপির সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে যুবক, ভিডিও ভাইরাল

বেতনের টাকায় সব গাড়ি কোম্পানি, এমনকি দেশও কিনতে পারবেন ইলন মাস্ক

মাথায় হেলমেট নেই চালকের, এক লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ