Ajker Patrika

চরমোনাই মাহফিলে মুসল্লিদের পারাপারের ট্রলারশ্রমিক নদীতে নিখোঁজ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০৫
চরমোনাই মাহফিলে মুসল্লিদের পারাপারের ট্রলারশ্রমিক নদীতে নিখোঁজ 

বরিশালের চরমোনাই মাহফিলগামী মুসল্লিদের পারাপারের সময় কীর্তনখোলা নদীতে নিখোঁজ হয়েছেন ট্রলারশ্রমিক মো. সোহেল খাঁ (৩০)। আজ মঙ্গলবার সকালে বেলতলা খেয়াঘাট এলাকায় কাজ করার সময় ট্রলার থেকে পড়ে যান তিনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর খোঁজে কাজ করছে।

নিখোঁজ সোহেল খাঁ ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় গ্রামের আব্দুল জলিল খানের ছেলে। তিনি নগরীর পলাশপুর বউবাজার এলাকায় বসবাস করেন।

চরমোনাই পীরের মাদ্রাসায় কাল বুধবার থেকে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল রয়েছে। হাজার হাজার মুসল্লি বেলতলা খেয়াঘাট দিয়ে চরমোনাইয়ে যাচ্ছেন। নিখোঁজ সোহেল মুসল্লিবাহী ট্রলারে দুই দিন আগে শ্রমিক হিসেবে যোগ দেন।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, সোহেল সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারে ওঠেন। আকস্মিকভাবে ট্রলার থেকে পড়ে তিনি নিখোঁজ হন।

তাঁর পরিবারের বরাত দিয়ে গোলাম মোস্তফা বলেন, সোহেল মৃগীরোগী ছিলেন। এ কারণে সুন্দরবন লঞ্চের চাকরি থেকে বাদ দেয় মালিকপক্ষ। দুই দিন আগে তিনি ট্রলারে শ্রমিকের কাজ শুরু করেন।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাঁদের নৌ স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত