Ajker Patrika

মেঘনা নদী থেকে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ২ জেলেকে জরিমানা

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২০: ০৬
মেঘনা নদী থেকে ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ, ২ জেলেকে জরিমানা

ভোলার বোরহানউদ্দিনে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার তৃতীয় দিনে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। এ সময় দুই জেলেকে আটক করে জরিমানাও করা হয়েছে। 

জানা গেছে, গতকাল বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, বাংলাদেশ নৌ-পুলিশ হেড কোয়ার্টারের পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্ট) ড. আকতারুজ্জামান বসুনিয়া, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নি ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জালসহ দুই জেলেকে আটক করা হয়। পরে ২ জনকে ১৯৫০ এর ৪ ধারায় এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মেঘনা নদীর তীরে হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার ড. আকতারুজ্জান বসুনিয়া বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলায় কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছেন। এমন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে ভোলায় আমাদের ফোর্সসহ এসে নদীতে অভিযান পরিচালনা করি। এ সময় ২ লাখ মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জালগুলোর আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।’

পুলিশ সুপার আরও বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নৌ-পুলিশ বরিশাল (সার্কেল) সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, মির্জাকালু নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত