নিজস্ব প্রতিবেদক, বরিশাল
করোনা সংক্রমণের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থী ও বোর্ডের কর্মচারীরা জানায়, বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানায়। তারা বলে, কোনো সিদ্ধান্ত ছাড়া শিক্ষা বোর্ড থেকে সরবে না তারা।
এ সময় বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা বলছে, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।
শিক্ষার্থীরা ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া এমসিকিউ ও সৃজনশীলে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা এবং ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
করোনা সংক্রমণের কারণে আসন্ন এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুছ আলী সিদ্দিকীকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বরিশালের নতুল্লাবাদে শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থী ও বোর্ডের কর্মচারীরা জানায়, বোর্ড চেয়ারম্যান দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পেছানোর জন্য চেয়ারম্যানের কাছে দাবি জানায়। তারা বলে, কোনো সিদ্ধান্ত ছাড়া শিক্ষা বোর্ড থেকে সরবে না তারা।
এ সময় বোর্ড চেয়ারম্যান শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। শিগগির সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে পরীক্ষা পেছানোর দাবিতে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে একদল পরীক্ষার্থী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা বলছে, করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার পরও স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অমানবিক। এ জন্য তারা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে।
শিক্ষার্থীরা ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া এমসিকিউ ও সৃজনশীলে যৌক্তিক পাস নম্বর নির্ধারণ করে মূল্যায়ন করা এবং ২০২৭ সালের নতুন কারিকুলাম প্রবর্তনের আগে ২০২৫ সালের পরীক্ষার্থীদের ওপর নতুন নিয়ম চাপিয়ে না দিয়ে আগের নিয়মে পরীক্ষা নেওয়ার দাবি জানায়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কারকাজ গত ১০ বছরেও শেষ হয়নি। বিগত সরকারের শাসনামলে সড়কের সংস্কারকাজ একাধিকবার শুরু হলেও শেষ আর হয়নি। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে সড়কের দুই কিলোমিটার অংশে সংস্কারকাজ শুরু হয়, কিন্তু আংশিক কাজ করে চলে যায় ঠিকাদার।
১৮ মিনিট আগেঢাকা থেকে পাটুরিয়া ফেরিঘাটে যাওয়ার পথে গাবতলী পার হলেই চোখে পড়ে প্লাস্টিক, পচা খাবার আর নানা রকম বর্জ্যের স্তূপ। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের একপাশের কয়েক শ ফুটজুড়ে ছড়িয়ে থাকা ওই আবর্জনার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধ এলাকার পরিবেশ দূষিত করছে।
১৮ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
৪ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
৪ ঘণ্টা আগে