Ajker Patrika

পিরোজপুরের সাংবাদিক মিজানের চিকিৎসায় ২০ লাখ টাকার প্রয়োজন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের সাংবাদিক মিজানের চিকিৎসায় ২০ লাখ টাকার প্রয়োজন

ক্যানসারের কেমোথেরাপি দেওয়ার পরে আবারও সাংবাদিক মো. মিজানুর রহমান মিজানের শরীরে পুনরায় এর জীবাণু ধরা পড়েছে। মাত্র কয়েক মাস আগে ক্যানসারের চিকিৎসার জন্য নানা পরীক্ষা ও কেমোথেরাপি দিতে তার ২০ লাখ টাকা খরচ হয়। কেমোথেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ হলেও বর্তমানে আবারও তার শরীরে ক্যানসারের জীবাণু ধরা পড়ে। এ অবস্থায় সাংবাদিক মিজানকে বাঁচাতে হলে ক্যানসারের চিকিৎসা নানা পরীক্ষা ও কেমোথেরাপি দিতে ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। 

সাংবাদিক মিজান পিরোজপুরের গাজী টেলিভিশনের (জিটিভি) প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক। 

পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এবং পিরোজপুরের সাংবাদিক সমাজের পক্ষ থেকে মিজানের চিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয়। তবে মিজানের এই সংকটময় সময়ে সে ক্ষুদ্র প্রচেষ্টা অপ্রতুল। তাই সমাজের দানশীল ব্যক্তিবর্গের কাছে সাংবাদিক মিজানের চিকিৎসায় মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য প্রেস ক্লাবের পক্ষে আহ্বান জানানো হয়েছে। 

মিজানকে চিকিৎসার সহযোগিতার জন্য মিজানের মোবাইল ফোন নম্বর (০১৯১৬৭০৬২৬০) বা পিরোজপুর প্রেসক্লাবের অ্যাডহক কমিটির সদস্যসচিব এস এম রেজাউল করিম শামীম এর মোবাইল নম্বর (০১৭২৮৫৩৭৭৪৪) এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত